পাকিস্তানে থেকে ভোট দিলেন শতাধিক ভারতীয়
ভারতজুড়ে চলছে সপ্তদশ লোকসভা নির্বাচন। ইতোমধ্যে শেষ হয়ে গেছে পাঁচ দফার ভোটপর্ব। আর বাকি আর ২ দফা ভোটপর্ব। এবারের নির্বাচনে প্রথমবারের জন্য গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করেছেন প্রায় এক হাজার পাকিস্তানি শরণার্থী। এবার ভোট দিলেন কর্মসূত্রে পাকিস্তানে বসবাসকারী শতাধিক ভারতীয়ও।গত সোমবার পঞ্চম দফার ভোট ছিল ভারতে। তবে এর ঠিক একদিন আগে অর্থাৎ রবিবার পাকিস্তানে ভোট দেন ভারতের রাষ্ট্রদূত অজয় বিসারিয়া। টুইটারে সেই ছবিও পোস্ট করেন তিনি। সুষ্ঠুভাবে গোটা নির্বাচন প্রক্রিয়া চালনা করার জন্য তিনি ধন্যবাদ জানান ভারতের নির্বাচন কমিশনকে।
এছাড়া সেদিনই ইসলামাবাদে অবস্থিত ভারতীয় হাই কমিশনে ভোট দেন কর্মসূত্রে পাকিস্তানে বসবাসকারী ভারতীয়রা। ‘India In Pakistan’ নামক টুইটারে হ্যান্ডেলে সেই ছবিও পোস্ট করেন তারা। মঙ্গলবার ছবিটি শেয়ার করে ভারতের নির্বাচন কমিশন।জানা গেছে, ভোটপর্ব শুরুর আগেই কর্মসূত্রে বিদেশে বসবাসকারী ভারতীয়দের উদ্দেশ্যে বিশেষ বার্তা দিয়েছিল নির্বাচন কমিশন।‘ইলেকট্রনিক্যালি ট্রান্সমিটেড পোস্টাল ব্যালট’-ব্যবহার করে তাদের ভোটদানের পরামর্শ দিয়েছিল কমিশন। যাতে সাড়া দিয়ে সোমবার ভোট দেন শতাধিক ভারতীয় নাগরিকও।
No comments
If you have any doubt, please let me know that with your valuable comments.