অবশেষে বন্ধ হচ্ছে ড. ইউনুসের গ্রামীন নীটওয়্যার লিঃ!
গত ২৮ নভেম্বর ২০১৮ তে সাবেক এমডি কাজী মঞ্জুরুল ইসলামকে প্রতিষ্ঠান পরিচালনার চরম ব্যর্থতা কারণে Grameen Knitwear Ltd. (GKL) এর ৭৬তম বোর্ড সভায় গৃহীত সিদ্ধান্ত মোতাবেক কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) পদ থেকে প্রত্যাহার করা হয় এবং এ পদে প্রাপ্য সকল সুযোগ-সুবিধা বাতিল করা হয়। তাছাড়া সকল হিসাব কাজী মঞ্জুরুল ইসলামকে গ্রামীন নীট ওয়্যার লিঃ এর এক্সিকিউটিভ ভাইস চেয়ারম্যানের কাছে রিপোট করতে বলা হয়। গোপন সূত্র বলছে যে, প্রায় ২৫০ কোটি টাকার দূর্নীতির দায়ে সাবেক এমডি কাজী মঞ্জুরুল ইসলামকে পদচ্যুত করা হয়।
তারপর নতুন ডিএমডি, এজিএম, পিএম, একাউন্ট ম্যানেজার, কমার্শিয়াল ম্যানেজার নিয়োগ দেওয়া হয়।কিন্তু সূত্র মতে, গত ডিসেম্বর ২০১৮ থেকে এ পর্যন্ত গ্রামীন নীট ওয়্যার লিঃ এর নামে নতুন কোন অর্ডার নেয়া হয় নি। তাছাড়া নতুন সব কাজের অর্ডার গ্রামীন ফ্যাশনের নামে নেয়া হচ্ছে (ইপিজেডের বাহিরে লোকাল ফ্যাক্টরী)। পুরনো অর্ডার গুলোকে প্রায় ক্লোজ করে ফেলা হয়েছে এবং যা বাকি অাছে তা শেষ করতে দ্রুত তাগিদ দেওয়া হচ্ছে।
গত ২৬ মে সকল শ্রমিকদের বেতন বোনাস দেয়া শেষ হয়েছে। তাছাড়া ২৮ মে ফান্ডের টাকা দেওয়া শেষ হয়ে গেছে। বাকি পাওনাদি যেমন- সার্ভিস ভাতা ও অন্যান্য পাওনাদি ৩০ মে এর মধ্যে পরিশোধ করা হবে।তাছাড়া গ্রামীন নীটের বর্তমান ডিএমডি অানোয়ার হোসেনের স্বাক্ষরিত এক অফিস অর্ডারের মাধ্যমে জানা যায় ফ্যাক্টরী ৩১ মে থেকে ০৮ জুন পর্যন্ত বন্ধ থাকবে। কিন্তু অন্য বছরগুলোর মতো নিটিং, ডাইং বা অন্য সেকশন কবে নাগাত খোলা হবে তার কোন নির্দেশনা নেই।
লোক মুখে কিছু গুজবও শোনা যাচ্ছে যে, গ্রামীন নীটওয়্যান নাকি স্থায়ীভাবে গার্মেন্টস সেকশন বন্ধ করে দেবে শুধু নিটিং ও ডাইং খোলা হবে। কিন্তু প্রশাসনের তরফ থেকে এখনও বিস্তারিত কিছু বলা হয় নি। তাছাড়া কেউ কেউ অাবার বলছে, ছুটির পর নতুন করে অাবার নিয়োগ দেওয়া হবে। কেউ বলছে, বিদেশী বায়ারের কাছে গ্রামীন নীট ওয়্যার লিঃ এর মালিকানা বিক্রয় করা হয়েছে।
কিন্তু সাধারণ শ্রমিকদের কথা, সাবেক এমডি কাজী মঞ্জুরুল ইসলাম এর দূর্নীতি ও অর্থনৈতিক অপকর্মে জন্য ৩০০০ খেটে খাওয়ার মানুষের পেটে কি ড. ইউনুস স্যার লাথি মারবেন?
নাকি বড় কর্মকর্তাদের দূর্নীতি ও অব্যবস্থাপনা দূর করে ৩০০০ জন খেটে খাওয়া মানুষের দুবেলা অাহারের ব্যবস্থা অব্যহত রাখতে পুনঃরায় অাবার গ্রামীন নীটওয়্যান খোলা হবে?
এখন কেবল মাত্র সময়ই বলে দিতে পারে যে, ড. ইউনুস স্যার গ্রামীন নীট ওয়্যার লিঃ নিয়ে কি সিদ্ধান্ত নিতে চলেছেন!
No comments
If you have any doubt, please let me know that with your valuable comments.