সুপার-ঘূর্ণিঝড়-আম্পান!

  • ব্রেকিং নিউস

    ‘ওয়াসার পানি পরীক্ষা করতে ৭৬ লাখ টাকা লাগবে’

    milk-hc-2pm-up

    জারে প্রাপ্ত দুধের ৯৬টি নমুনার মধ্যে ৯৩টিতেই মানবস্বাস্থ্যের জন্য ক্ষতিকর ব্যকটেরিয়া রয়েছে-এ রিটের গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছে বিএসটিআই।বুধবার (১৫ মে) সকালে বিএসটিআই'র আইনজীবী আদালতকে বলেন, যে প্রক্রিয়ায় ফুড সেফটি ল্যাবরেটরি দুধের নমুনা সংগ্রহ করেছে সেটিও সঠিক হয়নি। পরে এই রিপোর্টের যথার্থতা যাচাইয়ে ফুড সেফটি ল্যাবরটেরির এক গবেষককে ২১ মে আদালতে হাজির হতে বলা হয়েছে। 

    একই সঙ্গে আগামী একমাসের মধ্যে দুধ পরীক্ষা করে রিপোর্ট দিতে বিএসটিআই এবং নিরাপদ খাদ্য কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন আদালত। এদিকে ওয়াসার পানির এক হাজার ৬৪টি নমুনা পরীক্ষা করতে ৭৬ লাখ টাকা লাগবে উল্লেখ করে হাইকোর্টে একটি প্রতিবেদন দিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

    এক হাজার ৬৪ টি নমুনা পরীক্ষা করতে ৭৬ লাখ টাকা লাগবে শুনে অনেক বিশেষজ্ঞ অবাক হয়েছেন। তাদের মতে কেবল মাত্র দোষ এরাতে ও কাল ক্ষেপন করে বিএসটিঅাই দায় সারতে এই ধরনের অাবেদন করছে। 

    সূত্র-সময়

    No comments

    If you have any doubt, please let me know that with your valuable comments.

    পৃষ্ঠা

    সর্বশেষ খবর

    COVID-19 থেকে বাঁচার উপায় !