Monday, April 14.

সুপার-ঘূর্ণিঝড়-আম্পান!

আইপিএল প্লে অফের সূচি

image-174443-1557089588

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) চলতি আসরে গ্রু পর্বের খেলা শেষ হয়েছে রোববার। আট দলের অংশগ্রহণে তুমুল লড়াইয়ে শেষ চারে জায়গা করে নেয় চেন্নাই সুপার কিংস, দিল্লি ক্যাপিটালস, মুম্বাই ইন্ডিয়ান্স ও সানরাইজার্স হায়দরাবাদ।

তবে দুর্দান্ত খেলেও প্লে অফ নিশ্চিত করতে পারেনি আন্দ্রে রাসেলদের কলকাতা নাইট রাইডার্স। গ্রু পর্বের শেষ ম্যাচে রোববার মুম্বাইয়ের বিপক্ষে হেরে বিদায় নেয় তারা।প্রত্যাশিত পারফর্ম করেও দুর্ভাগ্যবশত ট্রফির লড়াই থেকে ছিটকে যায় বিরাট কোহলির নেতৃত্বাধীন রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু।

প্লে অফে ওঠা চারটি দল নিয়ে আগামী ৭ মে থেকে দ্বিতীয় রাউন্ডের খেলা শুরু হবে।প্রথম কোয়ালিফায়ার ম্যাচে প্রতিদ্বন্দ্বীতা করবে মুম্বাই ইন্ডিয়ান্স ও চেন্নাই সুপার কিংস। চেন্নাইয়ে বাংলাদেশ সময় রাত ৮টায় শুরু হওয়া ম্যাচে যারা জিতবে তারা সরাসরি ফাইনালে চলে যাবে।

আর যারা হেরে যাবে তারা ৮ মে এলিমিনেটর ম্যাচে দিল্লি ক্যাপিটালস বনাম সানরাইজার্স হায়দরাবাদের মধ্যকার ম্যাচে জয়ী দলের সঙ্গে দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচে খেলবে। আর সেই (দ্বিতীয় কোয়ালিফায়ার) ম্যাচে যারা জিতবে তারা ১২ মে ফাইনালে খেলবে।

প্লে অফের সূচি

প্রথম কোয়ালিফায়ার

৭ মে: মুম্বাই ইন্ডিয়ান্স বনাম চেন্নাই সুপার কিংস (চেন্নাই, রাত ৮টা )

এলিমিনেটর

৮ মে: দিল্লি ক্যাপিটালস বনাম সানরাইজার্স হায়দরাবাদ (বিশাখাপত্তনম, রাত ৮টা)।

দ্বিতীয় কোয়ালিফায়ার

১০ মে: ১ম কোয়ালিফায়ারের পরাজিত বনাম এলিমিনেটরের জয়ী (বিশাখাপত্তনম, রাত ৮টা)।

ফাইনাল

১২ মে: ১ম কোয়ালিফায়ারের জয়ী বনাম ২য় কোয়ালিফায়ারের জয়ী (হায়দরাবাদ, রাত ৮টা)।

No comments

If you have any doubt, please let me know that with your valuable comments.

পৃষ্ঠা

সর্বশেষ খবর

COVID-19 থেকে বাঁচার উপায় !

CovidUpdated1