Wednesday, July 23.

সুপার-ঘূর্ণিঝড়-আম্পান!

জাপানের হোক্কাইদোতে ৫ দশমিক ৮ মাত্রার ভূমিকম্প

image-174175-1557036698

জাপানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ হোক্কাইদোতে রোববার ভোরে ৫ দশমিক ৮ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে।স্থানীয় সময় শনিবার দিবাগত রাত ১টা ৪০ মিনিটে (বাংলাদেশ সময় ৪টা ৪০ মিনিট) আঘাত হানা ওই ভূমিকম্পে রাস্তাঘাট ও ঘরবাড়ির ব্যাপক ক্ষতি হলেও এখন পর্যন্ত প্রাণহানির কোনো খবর পাওয়া যায়নি। 

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানায়, ভূমিকম্পটির কেন্দ্র ছিল ভূপৃষ্ঠ থেকে ৫৯ কিলোমিটর গভীরে। আর উৎপত্তিস্থল ছিল হোক্কাইদোর উত্তরাঞ্চলীয় দ্বীপে। তবে ভূমিকম্পের পর কোনো সুনামির শতর্কতা জারি করা হয়নি।
Japan_Earthquake_1


এখনও কোনো নিহতের খবর পাওয়া না গেলেও বেশ কয়েকজন আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন বলে জানা গেছে। এর আগে গত বছর হোক্কাইদোতেই এক ভূমিকম্পে ৩৭ জন নিহত হয়েছিল।
japan-earthquake

সূত্র০ জাপান টুডে

No comments

If you have any doubt, please let me know that with your valuable comments.

পৃষ্ঠা

সর্বশেষ খবর

COVID-19 থেকে বাঁচার উপায় !

CovidUpdated1