সুপার-ঘূর্ণিঝড়-আম্পান!

  • ব্রেকিং নিউস

    পাকিস্তানের বোলিং নিয়ে শোয়েব আখতারের ক্ষোভ

    পাকিস্তানের বোলিং নিয়ে শোয়েব আখতারের ক্ষোভ

    ট্রেন্ট ব্রিজে শুক্রবার ইংল্যান্ডের বিপক্ষে নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে ৩৪০ রানের পাহাড় গড়ে পাকিস্তান। কিন্তু তাতেও ইংলিশদের আটকাতে ব্যর্থ পাকিস্তানের বোলাররা। ফলে বিশ্বকাপের আগে ইংল্যান্ডের বিরুদ্ধে ওয়ানডে সিরিজ হেরে যায় সরফরাজ খানের দল।পাকিস্তানের এই পারফরম্যান্স মেনে নিতে পারেননি দেশটির প্রাক্তন পেসার শোয়েব আখতার। ম্যাচ শেষে তাঁর টুইট, ‘‘৩০০ রানের উপর রান আটকাতেও আমরা ব্যর্থ হলাম। বোলিং নিয়ে কোনভাবেই সন্তুষ্ট হওয়া যাচ্ছে না।’’

    ৫০ ওভারে সাত উইকেট হারিয়ে ৩৪০ রান করে পাকিস্তান। ১১৫ রান করেন বাবর আজম। হাফসেঞ্চুরি করেন মোহাম্মদ হাফিজও। জবাবে ২১৬ রানে পাঁচ উইকেট পড়ে গিয়েছিল ইংল্যান্ডের। জো রুট, জস বাটলার, মইন আলির মতো ব্যাটসম্যান প্যাভিলিয়নে ফিরে গিয়েছিলেন। কিন্তু ফিনিশারের কাজ করেন বেন স্টোকস। ৬৪ বলে অপরাজিত ৭১ রান করে দলকে জেতান তিনি। শোয়েবের ক্ষুব্ধ হওয়ার যথেষ্ট কারণ রয়েছে। তৃতীয় ওয়ানডে'তেও ৩৫৯ রান করে বিপক্ষকে আটকাতে পারেনি পাকিস্তান। সে ম্যাচের পরেই বিশ্বকাপ দলে ফেরানো হয় মোহাম্মদ আমিরকে। কিন্তু তাঁর ‘চিকেন পক্স’ হওয়ায় কবে সুস্থ হবেন তা জানা নেই অধিনায়ক সরফরাজের।

    বিশ্বকাপের আগে ইংল্যান্ডের বিরুদ্ধে টানা তিনটি ওয়ানডে ম্যাচে তিনশ'র উপরে রান করেও জয় ধরে রাখা গেল না। হতাশ পাকিস্তানের অধিনায়ক সরফরাজ মেনে নিয়েছেন, মাঠে তাঁদের আরও বেশি পরিণত ক্রিকেট খেলতে হবে। এবং সেই ব্যর্থতার জন্য তিনি দায়ী করেছেন বাজে ফিল্ডিংকে। সরফরাজ় বলেছেন, ‘‘হাতে আমাদের যথেষ্ট রান ছিল। কিন্তু ম্যাচ বেরিয়ে গেল বাজে ফিল্ডিংয়ের জন্য। আমরা তো বেশ কয়েকটা সহজ ক্যাচ হাতছাড়া করেছি।’’ সেখানেই না থেমে পাকিস্তানের অধিনায়ক আরও বলেছেন, ‘‘গত দেড় বছর ধরে আমরা এই জায়গায় উন্নতি করার চেষ্টা চালিয়ে যাচ্ছি। কিন্তু সেই প্রক্রিয়া যে খুব একটা ফলপ্রসূ হয়নি, সেটা আবারও স্পষ্ট হয়ে গেছে। বিশ্বকাপে প্রথম ম্যাচ খেলতে নামার আগে যে কোন মূল্যে আমাদের সেই ব্যর্থতা কাটিয়ে উঠতেই হবে।’’

    তারই মধ্যে শুক্রবারের ম্যাচে কনুইয়ে চোট পেয়েছেন ওপেনার ইমাম উল হক। সরফরাজ বলেছেন, ‘‘কনুইয়ে চোট লাগলেও তা খুব মারাত্মক বলে মনে হয় না।’’

    No comments

    If you have any doubt, please let me know that with your valuable comments.

    পৃষ্ঠা

    সর্বশেষ খবর

    COVID-19 থেকে বাঁচার উপায় !