কিংবদন্তি ইমরান-ওয়াসিমদের সারিতে মাশরাফি
কিংবদন্তি পেসার ওয়াকার ইউনিসের খুব কাছে বাংলাদেশ ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। অধিনায়ক হিসেবে সবচেয়ে বেশি উইকেট শিকারের তালিকায় পাকিস্তানের সোনালি সময়ের তারকার ঠিক পরেই আছেন ম্যাশ।সোমবার ত্রিদেশীয় সিরিজে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ১০ ওভারে ৬০ রান খরচায় ৩ উইকেট তুলে নেন মাশরাফি। এর বদৌলতে ওয়াকার ইউনিসের খুব কাছে পৌঁছে গেছেন তিনি।
অধিনায়ক হিসেবে খেলা ৭৫ ওয়ানডেতে মাশরাফির উইকেট সংখ্যা এখন ৭৬। ওয়াকার অধিনায়ক হিসেবে ৬২ ম্যাচ খেলে উইকেট শিকার করেন ৯৭। অধিনায়কদের কৃতিত্বের এ তালিকায় নড়াইল এক্সপ্রেসের অবস্থান পাঁচে। ওয়াকারের স্থান চারে।শীর্ষে থাকা পাকিস্তানের আরেক কিংবদন্তি পেসার ওয়াসিম আকরাম অধিনায়ক হিসেবে ১০৯ ম্যাচে খেলে পকেটে পুরেন ১৫৮ উইকেট। দক্ষিণ আফ্রিকাকে ৯৭ ম্যাচে নেতৃত্ব দিয়ে শন পোলক নেন ১৩৪ উইকেট। তালিকায় দ্বিতীয় স্থানে অবস্থান করছেন তিনি।
তৃতীয় স্থানে আছেন পাকিস্তানের তথা বিশ্ব ক্রিকেটের সর্বকালের অন্যতম সেরা অধিনায়ক ইমরান খান। দলনায়ক হিসেবে ১৩৯ ম্যাচ খেলে ১৩১ উইকেট ঝুলিতে ভরেন তিনি।
No comments
If you have any doubt, please let me know that with your valuable comments.