Wednesday, August 13.

সুপার-ঘূর্ণিঝড়-আম্পান!

উপসাগরীয় অঞ্চলে হামলাগুলোর নেপথ্যে ইরান!

image-180015-1558456293

উপসাগরীয় অঞ্চলে হামলায় ক্ষয়ক্ষতির জন্য ইরানকে দায়ী করছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও। তিনি বলেছেন, উপসাগরীয় অঞ্চলে তেল স্বার্থে ক্ষয়ক্ষতির জন্য মনে হচ্ছে ইরান দায়ী ছিল।মঙ্গলবার মার্কিন আইনপ্রণেতারা ইরানের সঙ্গে উত্তেজনা নিয়ে ব্রিফিংয়ের পর রক্ষণশীল রেডিও হোস্ট হিউ হিউইটকে এসব কথা বলেন।গত দশকে আমরা যে সমস্ত আঞ্চলিক দ্বন্দ্ব দেখেছি এবং আক্রমণের আকার দেখেছি, মনে হচ্ছে ইরান এসবের পেছনে ছিল।এর আগে রোববার ইরাকের রাজধানী বাগদাদের ‘গ্রিন জোনে’ মার্কিন দূতাবাস ভবন থেকে মাত্র আধা কিলোমিটার দূরের একটি ভবনে রকেট হামলা চালানো হয়।

ইরাকের গ্রিন জোনে রকেট হামলার আগে গত ১৪মে সৌদি আরবের আরামকো তেল কোম্পানির দুটি অয়েল পাম্পিং স্টেশনে ড্রোন হামলা চালানো হয়। ইয়েমেনের ইরানপন্থী হুতি গোষ্ঠী ওই হামলার দায় স্বীকার করেছে। হুতিদের এ হামলার নির্দেশ তেহরান দিয়েছে বলে অভিযোগ রিয়াদের।তার দুইদিন আগে সংযুক্ত আরব আমিরাত উপকূলে সৌদি আরবের দুটি তেলের ট্যাংকারে হামলা হয়।যুক্তরাষ্ট্রের সন্দেহ ইরানের উসকানিতেই তাদের মিত্র শিয়া মিলিশিয়ারা বাগদাদের গ্রিন জোনে রকেট হামলা চালিয়েছে।ইরান রকেট হামলায় তাদের জড়িত থাকার অভিযোগ উড়িয়ে দিয়েছে। দেশটিতে ইরানের মিত্রদলগুলো ওই হামলার নিন্দাও জানিয়েছে।

ট্রাম্প ২০১৫ সালের ইরান পরমাণু চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে সরিয়ে নিয়ে দেশটির ওপর কঠোর অর্থনেতিক নিষেধাজ্ঞা পুনর্বহাল করার পর থেকেই ওয়াশিংটন-তেহরানের মধ্যে উত্তেজনা বৃদ্ধি পেতে থাকে।

No comments

If you have any doubt, please let me know that with your valuable comments.

পৃষ্ঠা

সর্বশেষ খবর

COVID-19 থেকে বাঁচার উপায় !

CovidUpdated1