Saturday, April 19.

সুপার-ঘূর্ণিঝড়-আম্পান!

'রহস্যময়' লাল পানির নদী!

105541_bangladesh_pratidin_bdp9

পৃথিবীতেই এমন এক নদী আছে যার পানির রং আপনাকে অবাক করবেই। তাকে বলা হয় ‘রেড রিভার’ বা লাল নদী। কোথায় রয়েছে এই নদী, কেনই বা এমন রং, আদৌ কি বিষয়টি ঠিক, জেনে নেওয়া যাক।দক্ষিণ আমেরিকার পেরুর কাসকো শহরের দক্ষিণ-পূর্ব দিক দিয়ে বয়ে গেছে ‘রেড রিভার’ বা লাল নদী।নদীটির উৎপত্তি হয়েছে পলকোয়ো রেনবো পার্বত্য উপত্যকা থেকে। পলকোয়ো পর্বত নানা রকম খনিজে সমৃদ্ধ। এক একটি স্তরে এক একটি খনিজ পদার্থ রয়েছে।পলকোয়া পর্বতের যে অংশ দিয়ে লাল নদী বয়ে গেছে, ভূবিজ্ঞানীরা বলেন, পর্বতের ওই অংশে আয়রন অক্সাইডের পরিমাণ খুব বেশি। লাল নদীর পানি পর্বতের ওই অংশ দিয়ে বয়ে যাওয়ার সময় তার সঙ্গে প্রচুর পরিমাণে আয়রন অক্সাইড মিশে যায়। যে কারণে পানির রং লালচে হয়।

বর্ষাকালে লাল নদীর রূপ দেখার মতো। সময়টা মে থেকে নভেম্বর। কাসকো শহরে গেলেই পর্যটকরা পলকোয়ো পর্বতে ছুটে যান শুধুমাত্র লাল নদীর রূপ দেখতে।

No comments

If you have any doubt, please let me know that with your valuable comments.

পৃষ্ঠা

সর্বশেষ খবর

COVID-19 থেকে বাঁচার উপায় !

CovidUpdated1