অবশেষে মিয়ানমারের প্রেসিডেন্টের ক্ষমায় মুক্ত রয়টার্সের সেই ২ সাংবাদিক
অবশেষে মিয়ানমারের কারগার থেকে মুক্তি পেলেন রয়টার্সের সেই দুই সাংবাদিক ওয়া লোন (৩২) ও কিয়াও সো ও (২৮)।৫১২ দিন কারাগারে কাটানোর পর মিয়ানমার প্রেসিডেন্টের বিশেষ ক্ষমায় মুক্তি পেলেন তারা।মিয়ানমারে রাষ্ট্রীয় গোপনীয়তা আইন ভাঙার অভিযোগে দণ্ড দেওয়া হয়েছিল তাদেরকে।জানা গেছে, রাজধানী ইয়াংগনের একটি কারাগার থেকে মঙ্গলবার সকালে মুক্ত হয়ে বেরিয়ে আসেন তারা।রোহিঙ্গা নিপীড়নের তথ্য সংগ্রহের সময় গ্রেফতার ওই দুই সাংবাদিক বরাবরই নিজেদের নির্দোষ দাবি করে এসেছেন।
তাদের মুক্তি দিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সব দাবি মিয়ানমার সরকার এতদিন উপেক্ষা করে এসেছে। জজ আদালত রয়টার্সের দুই সাংবাদিককে ৭ বছরের সাজা দেওয়ার পর হাইকোর্ট এবং আপিল বিভাগেও তা বহাল থাকে।আপিল বিভাগের ওই রায় আসার মাত্র দুই সপ্তাহের মাথায় দুই সাংবাদিকের মুক্তির খবর এল।প্রতিবছর বর্ষবরণের মওসুমে মিয়ানমারে প্রেসিডেন্টের ক্ষমায় বিপুল সংখ্যক বন্দিকে মুক্তি দেওয়া হয়। এবছর সেই প্রক্রিয়া শুরু হয় এপ্রিল থেকে।এর আওতায় কয়েক হাজার বন্দির সঙ্গে সাংবাদিক ওয়া লোন ও কিয়াও সোকেও মিয়ানমার সরকার মুক্তি দিয়েছে।উল্লেখ্য, মিয়ানমারের বর্তমান প্রেসিডেন্ট উইন মিন্ট। তিনি দেশটির ডি ফ্যাক্টো নেত্রী অং সান সুচির দীর্ঘদিনের আস্থাভাজন ও বিশ্বস্ত সহযোগী।
সূত্র: দ্য গার্ডিয়ান
No comments
If you have any doubt, please let me know that with your valuable comments.