শ্রীলঙ্কার সেই জঙ্গি গোষ্ঠীর সম্পত্তির পরিমাণ ৭০০ কোটির বেশি!
জঙ্গি কার্যকলাপ, মানুষ হত্যা করতে যে বিশ্বে কোটি কোটি টাকা খরচ করা হয়, তার আরও একটি উদাহরণ হল শ্রীলঙ্কা। কারণ দেশটিতে হামলা চালানো জঙ্গি গোষ্ঠী ও আইএস'র শাখা সংগঠন ন্যাশনাল দৌহিদ জামাত'র বিপুল সম্পত্তি পরিমাণ এবার সামনে এসেছে।তদন্তে নেমে শ্রীলঙ্কার জঙ্গি গোষ্ঠী ন্যাশনাল দৌহিদ জামাত'র বিপুল সম্পত্তি বাজেয়াপ্ত করল শ্রীলঙ্কা পুলিশ। বাজেয়াপ্ত হওয়া সম্পত্তির পরিমাণ টাকার হিসাবে ৭০০ কোটি টাকার বেশি। তারমানে আক্ষরিক অর্থেই তারা ছিল ধনকুবের। শ্রীলঙ্কার সিআইডি জানিয়েছে, এর মধ্যে ১৪ কোটি টাকা নগদ ও বাকি সম্পত্তি মিলিয়ে মোট ৭০০ কোটি টাকারও বেশি। গত ২১ এপ্রিল ইস্টার সানডে'র সেই হামলায় কয়েকশো মানুষের মৃত্যু হয়েছিল। সেই রক্তলীলার জন্য খরচ করা হয়েছিল এই টাকা।
উদ্ধার হওয়া নগদ টাকার মধ্যে অর্ধেক সিআইডি নিজেদের হেফাজতে নিয়েছে। বাকিগুলি দেশের বিভিন্ন ব্যাঙ্কে জমা রয়েছে। সেই অ্যাকাউন্টগুলি সাসপেন্ড করা হচ্ছে বলে জানিয়েছেন সিআইডি'র মুখপাত্র রুয়ান গুণশেখর।
No comments
If you have any doubt, please let me know that with your valuable comments.