Monday, September 1.

সুপার-ঘূর্ণিঝড়-আম্পান!

গোটা ভারতে গণতন্ত্র আছে শুধু পশ্চিমবঙ্গে নেই: নরেন্দ্র মোদি

.com/blogger_img_proxy/

বিজেপি জয় পেলে ভারতকে বিশ্ব পরাশক্তি হওয়া থেকে কেউ আটকাতে পারবে না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।তিনি বলেন, গোটা ভারতে গণতন্ত্র থাকলেও কেবল পশ্চিমবঙ্গে গণতন্ত্র নেই। পাল্টা জবাবে মোদিকে ক্ষমতা ও সন্ত্রাসবাদ ছাড়ার পরামর্শ দিয়েছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর গোটা ভারত এখন মোদিকে 'চোর' ডাকে বলে মন্তব্য করেছেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী।

বুধবার এভাবেই নয়া দিল্লিতে নির্বাচনী শোভাযাত্রা করেন কংগ্রেস সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধী। হাত নেড়ে হাজারো কর্মী-সমর্থককে শুভেচ্ছা জানান তিনি।প্রিয়াঙ্কা যখন শোভাযাত্রায় ব্যস্ত ঠিক সেসময় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ব্যস্ত জনসভা নিয়ে। দিল্লির রামলিলা ময়দানে একই সময়ে বক্তব্য রাখেন তিনি। এর আগে বক্তব্য দেন হরিয়ানায়।জনভায় মোদি বলেন, বিজেপি দ্বিতীয়বার ক্ষমতায় থাকলে ভারত বিশ্বের বুকে শক্তিশালী একটি দেশ হয়ে উঠবে। কংগ্রেসের দুর্নীতিবাজ নেতাদের দিয়ে দেশ এগোবে না বলেও মন্তব্য করেন তিনি। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতাকে গণতন্ত্র হত্যাকারী বলে আখ্যা দেন মোদি।

আর তৃণমূল কংগ্রেস নেত্রী মমতার অভিযোগ, ভারতে সন্ত্রাসবাদ ছড়াচ্ছেন খোদ প্রধানমন্ত্রী মোদি। তাকে বিতাড়িত করার সময় এসে গেছে। বুধবার পশ্চিম মেদিনীপুরের এক সভায় তিনি এ কথা বলেন।ছেড়ে কথা বলেননি কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীও। শুধু বিরোধীদল কংগ্রেস নয়, ভারতের জনগণই প্রধানমন্ত্রী মোদিকে চোর মনে করেন বলে মন্তব্য করেন তিনি। এদিকে কাশ্মীরকে ভারত থেকে যারা আলাদা করতে চায় তাদের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করেছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ।

রাজনৈতিক নেতাদের পাল্টাপাল্টি বাকযুদ্ধের মধ্যেই রোববার ষষ্ঠ ধাপের ভোটগ্রহণ অনুষ্ঠিত হতে যাচ্ছে। এছাড়া দু'সপ্তাহ পরই জানা যাবে দিল্লির মসনদে কে বসছেন। ততক্ষণ পর্যন্ত কথার জালে একে অন্যকে আটকানোর চেষ্টা চলবে বলেই মনে করছেন বিশ্লেষকরা।

No comments

If you have any doubt, please let me know that with your valuable comments.

পৃষ্ঠা

সর্বশেষ খবর

COVID-19 থেকে বাঁচার উপায় !

CovidUpdated1