২০৩০ সালে মাথা পিছু অায়ে ভারতকে ছাড়িয়ে যাবে এশিয়ার টাইগার খ্যাত বাংলাদেশ!
আগামী এক দশকের মধ্যে মাথাপিছু আয়ে ভারতকে ছাড়িয়ে যাবে এশিয়ার টাইগার খ্যাত বাংলাদেশ। বহুজাতিক ব্যাংক স্ট্যান্ডার্ড চার্টার্ডের এক গবেষণায় এ চিত্র ওঠে এসেছে।গবেষণা বলছে, বর্তমানে বাংলাদেশের মাথাপিছু আয় ১ হাজার ৬০০ ডলার। ২০৩০ সালে এই আয় দাঁড়াবে ৫ হাজার ৭০০ ডলার। একই সময়ে ভারতে মাথাপিছু আয় হবে ৫ হাজার ৪০০ ডলার। তবে বর্তমানে ভারতে মাথাপিছু আয় বাংলাদেশের চেয়ে বেশি।
স্ট্যান্ডার্ড চার্টার্ডের ভারতভিত্তিক গবেষণা শাখার প্রধান মাধুর ঝা এবং সারা বিশ্বে ব্যাংকটির প্রধান অর্থনীতিবিদ ডেভিড ম্যান এই গবেষণা পরিচালনা করেছেন।গবেষণায় বলা হয়েছে, অর্থনীতির বিচারে আগামী দশক হবে এশিয়ার এবং এই মহাদেশের দেশগুলোর তালিকায় বাংলাদেশের অবস্থান হবে খুবই উল্লেখযোগ্য।
No comments
If you have any doubt, please let me know that with your valuable comments.