বিয়ের কাবিন হিসেবে এ কী চাইলেন মেহজাবিন!
বর্তমান সময়ে ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রীদের একজন মেহজাবিন। বয়স ২৮ পেরোলেও এখনও বিয়ের পিঁড়িতে বসা হয়নি তার। তবে অভিনেত্রীর বিয়ে নিয়ে তার ভক্তদের মধ্যে উৎসাহ-উদ্দীপনার কমতি নেই। ভক্তদের এমন কৌতূহলের আগুনে ঘি ঢেলে দিলেন মেহজাবিন। তবে বিয়ে করার ঘোষণা দিয়ে নয়, বিয়ের কাবিন নিয়ে তিনি এমন কথা জানালেন যা অনেকের আকাশ থেকে পড়ার মতো অবস্থা।
সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি পোস্টে তিনি বলেন, ‘কাবিন হিসেবে আমি তোমাকেই চাই, যদি কখনো বিচ্ছেদের কথা আসেও তাহলে কাবিন হিসেবে যেন আমি তোমাকেই পাই।’
যদিও এটি তার নিজের কথা নয়, ‘তোমাকে চাই’ নামের একটি নাটকে তার মুখে এমন সংলাপ বলতে শোনা যাবে। এতে মেহজাবীনের সহশিল্পী আফরান নিশো। এটি প্রচারিত হবে আসন্ন ঈদুল ফিতরে।
No comments
If you have any doubt, please let me know that with your valuable comments.