তালেবান হামলায় আফগানিস্তানে ২৫ সেনা নিহত
আফগানিস্তানের পশ্চিমাঞ্চলে তালেবানদের হামলায় কমপক্ষে ২৫ সেনাসদস্য প্রাণ হারিয়েছেন।রমজান উপলক্ষে আফগান সরকার তালেবানদের প্রতি যুদ্ধবিরতির ডাক দিলেও তা উপেক্ষা করে সোমবার ওই ভয়াবহ হামলা চালানো হয়। ইরান সীমান্তের কাছে পশ্চিমাঞ্চলীয় ফারাহপ্রদেশে ওই হামলার ঘটনা ঘটে।প্রাদেশিক সংসদের ডেপুটি চেয়ারম্যান শাহ মাহমুদ নাইমি জানান, হিরাত ও কান্দাহারপ্রদেশের মধ্যে সংযোগকারী মহাসড়কে সেনা বহরের ওপর রোববার রাতভর হামলা চালান তালেবানরা।
সোমবার সকাল পর্যন্ত তালেবানদের ওই হামলা চলতে থাকে। তালেবানরা ওই হামলার দায় স্বীকার করেছেন।তালেবান মুখপাত্র কারি ইউসুফ আহমাদি এক বিবৃতিতে জানান, গুলিস্তান জেলার মহাসড়কের ওই সেনাচৌকি গুঁড়িয়ে দেয়া হয়েছে। বিপুল পরিমাণ গোলাবারুদসহ দুই সেনাকে অপহরণ করা হয়েছে।এ হামলার একদিন আগে বাঘলানপ্রদেশে পুলিশ হেডকোয়ার্টারে তালেবান হামলায় ১৩ নিরাপত্তাকর্মী নিহত হন। ওই ঘটনায় ৮ হামলাকারীও প্রাণ হারান।
সূত্র- আনাদোলু
No comments
If you have any doubt, please let me know that with your valuable comments.