সুপার-ঘূর্ণিঝড়-আম্পান!

  • ব্রেকিং নিউস

    তেরেসা মে’র পদত্যাগের আভাস, নির্বাচনের প্রতিশ্রুতি

    তেরেসা মে’র পদত্যাগের আভাস, নির্বাচনের প্রতিশ্রুতি

    ব্রেক্সিট নিয়ে এরই মধ্যে তিনবার ভোটে হেরে গেছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী তেরেসা মে। আগামী জুনের প্রথম সপ্তাহে এই ইস্যুতে আবারও ভোট হবে। ওই ভোটে ব্রেক্সিট পরিকল্পনা সফল না হলে পদত্যাগ করতে পারেন ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে। এরপর প্রধানমন্ত্রী পদে নির্বাচনের সময়সীমা জানিয়ে দেওয়ারও প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।ব্রেক্সিট ইস্যুতে প্রবল চাপের মুখে এই ঘোষণা দিলেন প্রধানমন্ত্রী মে। টোরি এমপিদের সঙ্গে প্রধানমন্ত্রী মের এক বৈঠকের পরই এ বিষয়ে সম্মতি জানিয়েছেন তিনি। অনেকদিন ধরেই ডাউনিং স্ট্রিট থেকে প্রধানমন্ত্রীর পদত্যাগ দাবি করে আসছেন ওই এমপিরা।

    ব্রেক্সিট ইস্যুতে এবারও হেরে গেলে থেরেসা মে পদত্যাগ করবেন। এদিকে, সাবেক পররাষ্ট্রমন্ত্রী বরিস জনসন জানিয়েছেন, তেরেসা মে পদত্যাগ করার পর তিনি নির্বাচনে লড়বেন।গত বছর শেষের দিকে একটি আস্থা ভোটে তেরেসা মে’র দল কনজারভেটিভ পার্টির এমপিদের ভোটে কোনও রকমে উতরে গিয়েছিলেন তিনি। সামান্য ভোটের ব্যবধানে তিনি জয়ী হয়েছিলেন। ডিসেম্বরের আগে নতুন করে আনুষ্ঠানিকভাবে আর প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন না মে।

    No comments

    If you have any doubt, please let me know that with your valuable comments.

    পৃষ্ঠা

    সর্বশেষ খবর

    COVID-19 থেকে বাঁচার উপায় !