সুপার-ঘূর্ণিঝড়-আম্পান!

  • ব্রেকিং নিউস

    'বাংলাদেশ বিশ্বকাপ জিতলে অবাক হব না'

    021450_bangladesh_pratidin_troyfffi-pcicicc

    এবারের বিশ্বকাপে বাংলাদেশ চ্যাম্পিয়ন হলে অবাক হওয়ার কিছু থাকবে না। এমনটাই মত সাবেক ক্রিকেটার ও ধারাভাষ্যকার আতাহার আলী খানের। সাম্প্রতিক পারফরমেন্সের বিচারে এবারের আসরে বাংলাদেশ অন্যতম শক্ত প্রতিপক্ষ বলেও জানান তিনি।এদিকে, ইংল্যান্ড বিশ্বকাপে এবার একমাত্র বাংলাদেশি ধারাভাষ্যকার হিসেবে প্রতিনিধিত্ব করাটা নিজের কাছে গর্বের বলেও মনে করেন আতাহার আলী।এক কথায় দুরন্ত, দুর্দান্ত। দেশের ক্রিকেট ক্যানভাস যেন একের পর এক সাফল্যের আলোয় আলোকিত। ইংল্যান্ড বিশ্বকাপের আগে টাইগারদের সাম্প্রতিক পারফরমেন্স নিঃসন্দেহে ঈর্ষনীয়।

    গত ২০১৫ বিশ্বকাপে উড়ন্ত এক বাংলাদেশ দল দেখেছিল পুরো ক্রিকেট দুনিয়া। সে আসরে কোয়ার্টার ফাইনালে জায়গা করেছিল মাশরাফি বাহিনী। গেল ২০১৮ সালটাও ভালো কেটেছে টাইগারদের। খেলেছে তিনটি সিরিজের ফাইনালে। আর ইংল্যান্ডে সবশেষ চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিতে খেলার সুখস্মৃতি তো আছেই।আসন্ন বিশ্বকাপের আগে আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজের পারফরমেন্স স্বপ্ন দেখাচ্ছে সাবেকদের। এমন ধারাবাহিকতা অব্যাহত থাকলে এবারের ট্রফি জয় করাটা অসম্ভব কিছুই নয় বলে মত তাদের।

    সাবেক ক্রিকেটার ও ধারাভাষ্যকার আতাহার আলী খান বলেন, বাংলাদেশ যেভাবে গত দুই তিন বছর ধরে খেলছে তাতে আমার বুকটা অনেক ফুলে যাচ্ছে। সবাই মনে করছে, নয়টা ম্যাচ খেলতে যাচ্ছে কিন্তু আমি তো মনে করি এগারোটা ম্যাচ খেলতে যাচ্ছে। তারা যদি বিশ্বকাপটা নিয়ে আসে সেটা আমাকে অবাক করবে না।বাংলাদেশের হয়ে এবারের বিশ্বকাপে ধারাভাষ্যকার হিসেবে প্রতিনিধিত্ব করবেন আতাহার আলী খান। বিষয়টি নিজের কাছে গর্বের বলে জানান তিনি। টাইগারদের মাঠের পারফরমেন্স ধারাভাষ্যে অনুপ্রেরণাদায়ক বলে মত তার।

    জাতীয় দলের সাবেক এক ক্রিকেটার বলেন, আমরা যারা কমেন্ট্রিবক্সে কথা বলি কিংবা বাইরে, সবাই বলে, তোমাদের দলটা এখন অনেক শক্তিশালী। দেখতে ভালো লাগে। এখন মনে করে, সাবধান! বাংলাদেশ আসছে। তারা মনে করে, বাংলাদেশ নিজের দিনে যেকোনো টিমকেই হারিয়ে দিতে পারে।বিশ্বকাপের মতো বড় মঞ্চে বাংলাদেশ এখন যে কোন দলের জন্যই চ্যালেঞ্জিং। তাই নিজেদের দিনে জ্বলে উঠলে সেরা মুকুটটা টাইগাররা ছিনিয়ে আনবে। এমন প্রত্যাশা ক্রিকেট সংশ্লিষ্টদের।

    No comments

    If you have any doubt, please let me know that with your valuable comments.

    পৃষ্ঠা

    সর্বশেষ খবর

    COVID-19 থেকে বাঁচার উপায় !