আইপিএলের ফাইনালে মুম্বাইয়ের বিরুদ্ধে রেকর্ড খারাপ চেন্নাইয়ের
বিশ্বজুড়ে আলোচিত ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১২তম আসরের ফাইনালে এবার মুখোমুখি হচ্ছে চেন্নাই সুপার কিংস ও মুম্বাই ইন্ডিয়ান্স। এ নিয়ে চতুর্থবারের মতো আইপিএল ফাইনালে লড়বে এই দুটি দল। তবে আগের তিন ফাইনালে মুম্বাইয়ের বিরুদ্ধে রেকর্ড খারাপ চেন্নাইয়ের, কেননা তিনবারের দু’বারেই মুম্বাইয়ে বধ হয়েছে চেন্নাই।
আগামীকাল রবিবার (১২ মে) ভারতের হায়দরাবাদে মুম্বাইয়ের বিরুদ্ধে ফাইনালে মুখোমুখি হতে চলেছে চেন্নাই সুপার কিংস। এদিকে এবার অষ্টমবারের মতো ফাইনালে উঠলো বর্তমান চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংস। আর পঞ্চমবারের মতো ফাইনালে উঠেছে মুম্বাই ইন্ডিয়ান্স। দু’দলই সর্বোচ্চ ৩বার করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে। এবার চতুর্থবারের মত চ্যাম্পিয়ন হয় কে সেটাই এখন দেখার বিষয়।
জানা যায়, সর্বপ্রথম ২০১০ সালে আইপিএল ফাইনালে মুখোমুখি হয় মুম্বাই ও চেন্নাই। সেই বার মুম্বাই ইন্ডিয়ান্সকে ২২ রানে হারিয়ে আইপিএলে প্রথমবারের জন্য চ্যাম্পিয়ন হয়েছিল চেন্নাই৷ পরে ২০১৩ সালে দ্বিতীয়বারের মতো ফাইনালে মুখোমুখি হয় মুম্বাই ও চেন্নাই। এ বছর চেন্নাইকে বধ করে মুম্বাই। ঠিক একই ঘটনা ঘটে ২০১৫ সালেও। মুম্বাইয়ের দেয়া ২০৩ রানের টার্গেট তাড়া করতে নেমে চেন্নাইয থেমে যায় ১৬১ রানে।
No comments
If you have any doubt, please let me know that with your valuable comments.