Wednesday, July 23.

সুপার-ঘূর্ণিঝড়-আম্পান!

অবিক্রিত মেয়াদোত্তীর্ণ তেল নিয়ে নতুন বোতলে ‘পুষ্টি’

image-174398-1557087847

বাজারের অবিক্রিত মেয়াদোত্তীর্ণ তেল ফেরত এনে পাইপলাইনে ঢুকিয়ে নতুন করে বোতলজাত করছে ‘পুষ্টি’ সয়াবিন তেল প্রস্তুতকারক। এ জন্য ‘পুষ্টি’র মালিক পক্ষকে ৭৫ লাখ টাকা জরিমানা করেছে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত।রোববার দুপুর সাড়ে ১২টা থেকে রাত সাড়ে ৯টা পর্যন্ত নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ এলাকায় (কাঁচপুর ব্রিজ সংলগ্ন ) সুপার অয়েল রিফাইনারি লিমিটেডে (পুষ্টি সয়াবিন তেল প্রস্তুতকারক ) এ অভিযান চালানো হয়।

র‌্যাব ও বিএসটিআই অভিযানে গেলে সেখানে দেখা গেছে, কোয়ালিটি কন্ট্রোল ল্যাবের ( Q C lab) ৮০ ভাগ রাসায়নিক পদার্থের মেয়াদোত্তীর্ণ হয়েছে কয়েক বছর আগে।র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলম বলেন, সেখানে দেখা যায় বাজারের অবিক্রিত মেয়াদোত্তীর্ণ তেল ফেরত এনে পাইপলাইনে ঢুকিয়ে নতুন করে বোতলজাত করছে। যা সত্যিই অবিশ্বাস্য ও কষ্টকর। তদুপরি কোয়ালিটি কন্ট্রোল ল্যাবের ৮০ ভাগ রাসায়নিক পদার্থ মেয়াদোত্তীর্ণ হয়েছে কয়েক বছর আগে।

No comments

If you have any doubt, please let me know that with your valuable comments.

পৃষ্ঠা

সর্বশেষ খবর

COVID-19 থেকে বাঁচার উপায় !

CovidUpdated1