সুপার-ঘূর্ণিঝড়-আম্পান!

  • ব্রেকিং নিউস

    অাজ চাঁদ দেখা দিলে অাগামীকাল থেকে পবিত্র রমজান!

    131438_bangladesh_pratidin_ramadan

    গতকাল থেকে সৌদি অারব সহ মধ্যপ্রাচ্যের দেশ গুলোতে শুরু হয়ে গেছে পবিত্র মাহে রমজান মাস। সেই ধারাবাহিকতায় দেশের কিছু অঞ্চলের কয়েকটি গ্রাম সৌদি অারবের সাথে মিল রেখে অাজ থেকে রোজা পালন করছে।

    তবে রােজার পূর্ব প্রস্তুতি সারাদেশে দেখা গেলেও পুরো দেশে  এখনোও রোজা পালণ শুরু হয় নি।একই অবস্থা ভারত ও পাকিস্থানের। যদি অাজ চাঁদ দেখা যায় তবে কাল থেকে পুরো দেশে পালন করা হবে রমজান। অার সন্ধ্যার পর থেকে শুরু হবে এশার পর তারাবি নামাজ পড়ার প্রস্তুতি গ্রহন। 

    অার যদি অাজ সন্ধ্যায় চাঁদ না উঠে তবে অাগামীকাল তারাবির নামাজ পড়া হবে এবং পরশু থেকে রোজা রাখা শুরু হবে। টানা এক মাস রােজা রাখার পর ঈদুল ফিতরের মাধ্যমে শেষ হবে রমজানের অানন্দ। 

    No comments

    If you have any doubt, please let me know that with your valuable comments.

    পৃষ্ঠা

    সর্বশেষ খবর

    COVID-19 থেকে বাঁচার উপায় !