পাকিস্তান নকআউট পর্বে গেলে আটকানো কঠিন: সাঙ্গাকারা

আসন্ন বিশ্বকাপ ক্রিকেটে পাকিস্তান দলকে নিয়ে সতর্ক করে দিলেন শ্রীলঙ্কার সাবেক অধিনায়ক কুমার সাঙ্গাকারা।পাক প্যাশনকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘পাকিস্তান একটি আনপ্রেডিক্টেবল দল। তাদেরকে দুর্বল ভাবলে ভুল হবে। যেকোন দলের চাইতে অনেক বেশি শক্তিশালী তারা। তারা পেছন থেকেই শুরু করে বড় বড় সাফল্য অর্জন করে নেয়। সর্বশেষ চ্যাম্পিয়ন্স ট্রফিই সেই প্রমাণ দেয়। তাই তাদেরকে সহজভাবে নেওয়ার কোনও কারণই নেই। পাকিস্তানকে নিয়ে সবার সর্তক থাকতে হবে।’
লিগ পর্বে ভালো বা খারাপ খেলুক, নক-আউট পর্বে পাকিস্তান পৌঁছে গেলে তাদের আটকানো কঠিন হবে বলে মনে করেন সাঙ্গাকারা।তিনি বলেন, ‘পাকিস্তান সবসময়ই অধারাবাহিক দল। কিন্তু তারা যদি নক-আউট পর্বে পৌঁছে যায়, তখন তারা আরও বেশি অপ্রতিরোধ্য হয়ে উঠবে। যেকোনও দলকে হারিয়ে দিতে পারে।’
তবে ওয়ানডে ক্রিকেটে সাম্প্রতিক সময়টা খুবই বাজে যাচ্ছে পাকিস্তানের। সর্বশেষ ১১ ওয়ানডে কোনও জয় নেই তাদের (একটি পরিত্যক্ত)। ওয়ানডেতে পাকিস্তানের সর্বশেষ জয় চলতি বছরের জানুয়ারিতে। আর ২০১৮ সালের জুনের পর কোনও দ্বিপক্ষীয় সিরিজ বা টুর্নামেন্টে জয় পায়নি পাকিস্তান।
Bangladeshi Taka Converter
No comments
If you have any doubt, please let me know that with your valuable comments.