তামিমের বিশ্বকাপ সেরা একাদশে সাকিব

বিশ্বকাপের সর্বকালের সেরা দল নির্বাচন করেছেন তামিম ইকবাল। দেশ সেরা এ ওপেনারের দলে একমাত্র বাংলাদেশি ক্রিকেটার হিসেবে সুযোগ পেয়েছেন সাকিব আল হাসান।ক্রিকেটের জনপ্রিয় ওয়েবসাইট ইএসপিএনক্রিকইনফো জানতে চেয়েছিল বিশ্বকাপের সর্বকালের সেরা একাদশ কোনটি। তামিমের স্বপ্নের বিশ্বকাপ একাদশে সবচেয়ে বেশি ভারত থেকে চারজন সুযোগ পেয়েছেন।অস্ট্রেলিয়া ও পাকিস্তানের দু’জন করে এবং একজন করে দক্ষিণ আফ্রিকা, শ্রীলংকা ও বাংলাদেশের রয়েছেন তামিমের বিশ্বকাপ একাদশে।
তামিম অবশ্য নিজেকে স্বপ্নের বিশ্বকাপ দলে রাখেননি। ওয়েস্ট ইন্ডিজ এবং নিউজিল্যান্ডেরও কোন ক্রিকেটার তামিমদের সর্বকালের সেরা বিশ্বকাপ একাদশে সুযোগ পাননি।তামিমের সর্বকালের সেরা বিশ্বকাপ একাদশ: শচীন টেন্ডুলকার (ভারত), বীরেন্দর সেহওয়াগ (ভারত), বিরাট কোহলি (ভারত), রিকি পন্টিং (অস্ট্রেলিয়া), জ্যাক ক্যালিস (দক্ষিণ আফ্রিকা), সাকিব আল হাসান (বাংলাদেশ), মহেন্দ্র সিং ধোনি (অধিনায়ক, ভারত), ওয়াসিম আকরাম (পাকিস্তান), শোয়েব আখতার (পাকিস্তান), গ্লেন ম্যাকগ্রা (অস্ট্রেলিয়া) এবং মুত্তিয়াহ মুরালিধরন (শ্রীলংকা)।
Bangladeshi Taka Converter
No comments
If you have any doubt, please let me know that with your valuable comments.