সুপার-ঘূর্ণিঝড়-আম্পান!

  • ব্রেকিং নিউস

    শাস্তি থেকে রেহাই, আইপিএল ফাইনালে আম্পায়ার 'সেই' নাইজেল লং

    শাস্তি থেকে রেহাই, আইপিএল ফাইনালে আম্পায়ার 'সেই' নাইজেল লং

    নাইজেল লংয়ের বিরুদ্ধে কোনও শাস্তিমূলক ব্যবস্থা নিচ্ছে না বিসিসিআই। হায়দরাবাদে আগামীকাল রবিবার আইপিএল ফাইনালে আম্পায়ারিংয়ের দায়িত্বে থাকবেন লং। আইপিএল ম্যাচে বিরাট কোহলির সঙ্গে তর্কাতর্কির পর কর্নাটক ক্রিকেট সংস্থার আম্পায়ার ঘরের দরজা লাথি মেরে ভেঙে ফেলেছিলেন লং। যদিও তিনি ক্ষতিপূরণ বাবদ ৫০০০ টাকা দিয়েছিলেন। ভারতীয় ক্রিকেট বোর্ড এই ঘটনার তদন্ত করেছিল। 

    এরপর বোর্ডের তরফে কমিটি অফ অ্যাডমিনিস্ট্রেটর্স ও আইপিএলের গভর্নিং কাউন্সিল বৈঠকে বসে। সেখানেই সিদ্ধান্ত হয়েছে লংকে কোনও শাস্তি না দেওয়ার। কারণ লংয়ের আম্পায়ারিংয়ে খুশি বিসিসিআই ও আইপিএল কমিটি। এক বিজ্ঞপ্তিতে বোর্ড বলেছে, ‘‌আইপিএলে নাইজেল লংয়ের পারফরম্যান্সে আমরা খুশি। মুহূর্তের ভুলে একটা ঘটনা ঘটে গেছে। যে কোনো ব্যক্তির সঙ্গেই এটা ঘটতে পারে। নিজের ভুল বুঝতে পেরেছে। নিজের পকেট থেকে ক্ষতিপূরণ দিয়েছে। ওখানেই ঘটনাটা শেষ হয়ে গেছে।’‌ 

    উল্লেখ্য, উমেশ যাদবের একটি বল ‘‌নো’‌ ডাকাকে কেন্দ্র করেই কোহলির সঙ্গে তর্ক বেঁধেছিল লংয়ের। তারপরেই মেজাজ হারিয়েছিলেন লং। লাথি মেরে আম্পায়ার ঘরের দরজা ভেঙে ফেলেছিলেন। তবে এই ঘটনার জন্য আগেই ক্ষমা চেয়েছেন লং।

    No comments

    If you have any doubt, please let me know that with your valuable comments.

    পৃষ্ঠা

    সর্বশেষ খবর

    COVID-19 থেকে বাঁচার উপায় !