প্রতিপক্ষকে সম্মান করি, ভয় পাই না: টাইগার কোচ
আসন্ন ক্রিকেট বিশ্বকাপ নিয়ে জল্পনা-কল্পনা তুঙ্গে। বাইশ গজের ব্যাট-বলের উত্তেজনা ছড়িয়ে পড়েছে সর্বোত্র। এদিকে, শেষ সময়ের প্রস্তুতি নিচ্ছে অংশগ্রহণকারী দলগুলো। যদিও বৃষ্টির কারণে বিশ্বকাপের আগে পাকিস্তানের বিপক্ষে প্রথম প্রস্তুতি ম্যাচে নিজেদের ঝালিয়ে নিতে পারেনি বাংলাদেশ।তবে আসরটি নিয়ে টাইগাররা বেশ আত্মবিশ্বাসী। আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজে দাপটের সঙ্গে শিরোপা ঘরে তোলে টাইগারবাহিনী। তাই বিশ্বমঞ্চ শুরুর আগে দল ঠিক পথে আছে বলে মনে করেন হেড কোচ স্টিভ রোডস।
আইসিসির ওয়েবসাইটে দেওয়া সাক্ষাৎকারে রোডস বলেন, ‘দলের সবাই আত্মবিশ্বাসী। তবে আমরা সতর্ক, কেননা আমরা সেরা কয়েকটা দলের সঙ্গে খেলতে যাচ্ছি। আমরা প্রতিপক্ষকে সম্মান করি, তবে তাদের ভয় পাই না। তবে আমরা ছোট দল হিসেবে খেলতে যাচ্ছি, আসলে আন্ডারডগ হিসেবে খেলার উপকারিতা আছে।’
No comments
If you have any doubt, please let me know that with your valuable comments.