সৌদি তেল পাম্পে হুতিদের ড্রোন হামলা
সৌদি আরবের দুটি পাম্পিং স্টেশনে মঙ্গলবার সকালে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। দেশটির জ্বালানি মন্ত্রী খালিদ আল ফালিহের বরাতে বার্তা সংস্থা রয়টার্স ও আরব নিউজের খবরে এমন তথ্য পাওয়া গেছে।সৌদির ইস্ট-ওয়েস্ট পাইপলাইনের দুটি পাম্পিং স্টেশনে ড্রোন হামলা হয়েছে। পূর্বাঞ্চলীয় প্রদেশের ক্ষেত্র থেকে সৌদি তেল ইয়ানবু বন্দর থেকে পূর্ব উপকূলে নিয়ে যাওয়া হয়।ইয়েমেনের আল মাসিরাহ টেলিভিশনে বলা হয়েছে, হুতি বিদ্রোহীরা এই হামলা চালিয়েছে।হামলায় আট নম্বর স্টেশনে আগুন ধরে যায়। সীমিত ক্ষয়ক্ষতির পর আগুন নিয়ন্ত্রণে চলে আসে বলে জানান সৌদি জ্বালানি মন্ত্রী।
পরবর্তীতে এক বিবৃতিতে হামলার ঘটনা নিশ্চিত করেছে সৌদি আরমাকো কোম্পানি। তারা বলছে, আট নম্বর পাম্প স্টেশনে অগ্নিকাণ্ডের ঘটনায় তারা সাড়া দিয়েছে। সশস্ত্র ড্রোনের মাধ্যমে এই নাশকতা করা হয়েছে। এতে আট ও ৯ নম্বর স্টেশনকে লক্ষ্যবস্তু বানানো হয়েছে।আরমাকো জানায়, পূর্বসতর্কতা হিসেবে কোম্পানিটি পাইপলাইনটি বন্ধ করে দিয়েছে। এতে আট নম্বর পাইপলাইনে সামান্য ক্ষতি হয়েছে।
আল ফালিহ বলেন, উপসাগর ও সৌদি আরবে সম্প্রতি যে হামলা হয়েছে, তা কেবল আমাদের দেশেই না, বিশ্বকে লক্ষ্যবস্তু বানানো হয়েছে।
No comments
If you have any doubt, please let me know that with your valuable comments.