‘যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ হলে ইরানের বিজয় নিশ্চিত’
যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ হলে ইরানের বিজয় নিশ্চিত বলে দাবি করেছেন দেশটির প্রেসিডেন্ট হাসান রুহানি। অন্যদিকে মধ্যপ্রাচ্যে অতিরিক্ত মার্কিন সেনা পাঠানোর সিদ্ধান্তকে বিপজ্জনক বলে উল্লেখ করেছেন ইরানি পররাষ্ট্রমন্ত্রী জাভেদ জারিফ। পেন্টাগন দাবি করেছে, ইসলামিক রেভ্যুলেশনারী গার্ড বাহিনী উপসাগরীয় অঞ্চলে একের পর এক উসকানি দেওয়ার মাধ্যমে উত্তেজনা বাড়াচ্ছে।যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান উত্তেজনার পরিপ্রেক্ষিতে বিভিন্ন দেশের সঙ্গে কূটনৈতিক তৎরপতা অব্যাহত রেখেছে ইরান। এরই অংশ হিসেবে পাকিস্তানের পর প্রতিবেশী ইরাক সফর করছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী জাভেদ জারিফ। শনিবার বাগদাদে ইরাকি প্রধানমন্ত্রী আদিল আব্দুল মাহদীর সঙ্গে সাক্ষাত করেন তিনি। এসময় মধ্যপ্রাচ্যে যেকোন যুদ্ধ রুখতে একমত হন দুই নেতা।
ইরাক সফরের সময় বার্তা সংস্থা ইরানাকে সাক্ষাতকার দেন পররাষ্ট্রমন্ত্রী জাভেদ জারিফ। তিনি বলেন মধ্যপ্রাচ্যে অতিরিক্ত মার্কিন সেনার উপস্থিতি বিশ্ব শান্তি এবং নিরাপত্তার জন্য হুমকি। মধ্যপ্রাচ্যে সেনা পাঠানোর ঘোষণাকে বিপজ্জনক সিদ্ধান্ত হিসেবেও উল্লেখ করেন তিনি।একই দিন তেহরানে এক অনুষ্ঠানে ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি অভিযোগ করেন, অর্থনৈতিক এবং সামরিক ক্ষেত্রে চাপ প্রয়োগের মাধ্যমে তেহরানকে কোনঠাসা করতে মরিয়া ওয়াশিংটন। যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ হলে ইরানের বিজয় নিশ্চত বলে দাবি করেন ইরানি প্রেসিডেন্ট।
ইরান প্রেসিডেন্ট হাসান রুহানি বলেন, অতীতে ইরানি জাতি কখনোই চাপের কাছে নতি স্বীকার করেনি, ভবিষ্যতেও করবে না। পশ্চিমারা আমাদের ওপর যতই অন্যায় সিদ্ধান্ত চাপিয়ে দিক না কেন, জয় আমাদেরই হবে।এদিকে উপসাগরীয় অঞ্চলে উত্তেজনা বাড়ানোর জন্য ইরানের ইসলামিক রেভ্যুলেশনারী গার্ড বাহিনীকে দায়ী করেছে পেন্টাগন। এক বিবৃতিতে পেন্টাগন অভিযোগ করে, মধ্যপ্রাচ্যে মার্কিন মিত্রদের জাহাজে হামলাসহ নানা উসকানীমূলক কর্মকাণ্ডের মাধ্যমে পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টা করছে তেহরান।
No comments
If you have any doubt, please let me know that with your valuable comments.