’৮১ সালে ইসরাইলি হামলার ক্ষতিপূরণ দাবিতে ইরাকি পার্লামেন্টে বিল
১৯৮১ সালে ফ্রান্স-নির্মিত ওসিরাক পরমাণু চুল্লিতে বিমান হামলা চালিয়ে ধ্বংস করে দিয়েছিল ইসরাইল। এবার সেই হামলায় ধ্বংসযজ্ঞের ক্ষতিপূরণ দাবিতে একটি আইনপ্রণয়ন করতে যাচ্ছে ইরাকি পার্লামেন্টে।যদি আইনটি পার্লামেন্টে অনুমোদন করা হয়, তবে ওই ক্ষয়ক্ষতি ও প্রাণহানির জন্য ইসরাইলের কাছে আনুষ্ঠানিকভাবে ক্ষতিপূরণ দাবি করতে পারবে ইরাক।পরমাণু চুল্লি ধ্বংসের পাশাপাশি ওই হামলায় ১১ ইরাকি নিহত হয়েছিলেন। যাদের মধ্যে সেনা সদস্যরাও রয়েছেন।
সোমবার পেশ করা খসড়া আইনে দেখা গেছে, ইসরাইলি হামলায় ক্ষয়ক্ষতি ও প্রাণহানির ঘটনায় ইহুদি রাষ্ট্রটির কাছে ক্ষতিপূরণ দাবির কথা বলা হয়েছে।প্রস্তাবিত আইনের লেখক এমপি ওদি আওয়াদ এক বিবৃতিতে বলেন, ১৯৮১ সালের ওই হামলায় পরিষ্কারভাবে আন্তর্জাতিক চুক্তির লঙ্ঘন করা হয়েছে। কাজেই ইরাকিদের অধিকার রয়েছে, সেই ক্ষয়ক্ষতির ক্ষতিপূরণ দাবি করা।১৯৮১ সালের ৭ জুন ইরাকের আধা নির্মিত ওসিরাক পরমাণু চুল্লিতে বিমান হামলা চালায় ইসরাইল। ফরাসি প্রকৌশলীদের সহায়তায় সেটি তখন নির্মাণাধীন ছিল।
সূত্র-আনাদুলু
No comments
If you have any doubt, please let me know that with your valuable comments.