চীনের পরিণতি আরও খারাপ হবে
যুক্তরাষ্ট্রের সঙ্গে এখনই বাণিজ্য চুক্তিতে উপনীত না হলে চীনের পরিণতি আরও খারাপ হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, চীনকে হয় এখনই ওয়াশিংটনের সঙ্গে বাণিজ্য চুক্তি স্বাক্ষর করতে হবে, অন্যথায় ২০২০ সালের পর এটি আরও খারাপ হবে। রয়টার্স। গত শুক্রবার কোনো চুক্তি ছাড়াই যুক্তরাষ্ট্র-চীন বাণিজ্য আলোচনা শেষ হওয়ার পর তিনি এমন হুঁশিয়ারি উচ্চারণ করেন। গত শনিবার টুইটারে দেওয়া পোস্টে ট্রাম্প বলেন, ‘আমার মনে হচ্ছে চীন এটা অনুভব করতে পারছে যে, সাম্প্রতিক আলোচনায় তারা ব্যাপক মার খেয়েছে। নিজেদের সৌভাগ্য দেখতে তাদের হয়তো ২০২০ সালে অনুষ্ঠিতব্য যুক্তরাষ্ট্রের আগামী নির্বাচন পর্যন্ত অপেক্ষা করতে হবে। ডেমোক্র্যাটরা ক্ষমতায় এলেই কেবল যুক্তরাষ্ট্রের সঙ্গে বছরে ৫০০ বিলিয়ন ডলারের প্রতারণা করতে পারে।’ নিজের দ্বিতীয় মেয়াদে চুক্তি হলে সেটি চীনের জন্য এখনকার চেয়েও বেশি খারাপ হবে বলে সতর্কবার্তা উচ্চারণ করেন ট্রাম্প। কঠিন শুল্ক এড়াতে যুক্তরাষ্ট্রের মাটিতে পণ্য উৎপাদনেরও পরামর্শ দেন তিনি। টুইটারে ট্রাম্প বলেন, ‘একমাত্র সমস্যা হচ্ছে তারা জানে আমি জিততে চলেছি।
আমার দ্বিতীয় মেয়াদে যদি এই চুক্তির (যুক্তরাষ্ট্র-চীন বাণিজ্য চুক্তি) ব্যাপারে সমঝোতা হয় তাহলে সেটি আরও খারাপ হবে। তাদের জন্য বুদ্ধিমানের কাজ হবে বড় অঙ্কের শুল্ক না মাড়িয়ে এখনই চুক্তিটি সম্পাদন করা।’ এর আগে যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে বহুল প্রতীক্ষিত?দুই দিনব্যাপী বাণিজ্য আলোচনা দৃশ্যত উল্লেখযোগ্য কোনো অর্জন ছাড়াই শুক্রবার শেষ হয়। ওয়াশিংটনে আলোচনা শেষে বিশ্বের দুই বৃহৎ অর্থনীতির দেশের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরের প্রত্যাশা থাকলেও শেষ পর্যন্ত কোনো চুক্তি স্বাক্ষরের ঘটনা ঘটেনি। এদিকে আরও ৩২ হাজার ৫০০ কোটি ডলারের চীনা পণ্যে ২৫ শতাংশ হারে শুল্ক আরোপের প্রক্রিয়া শুরুর ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ অবস্থায় কেউ কেউ মনে করছেন, চীন এখনো আলোচনার চেষ্টা করবে। কারণ বাণিজ্য যুদ্ধ থামানো খুবই জরুরি। পিটারসন ইনস্টিটিউট ফর ইন্টারন্যাশনাল ইকোনমিকসের গ্যারি হাফবাউর বলেন, বাণিজ্য যুদ্ধ চীনের অর্থনীতি ও বাণিজ্যের জন্য ক্ষতিকর হবে। এ ছাড়া বিশ্ব অর্থনীতির জন্যও এর ফল খারাপ হবে। তাই বেইজিংয়ের উচিত হবে ক্ষুব্ধ না হয়ে ঠা া মাথায় সমাধান করা।

Bangladeshi Taka Converter
No comments
If you have any doubt, please let me know that with your valuable comments.