কে অাসলে কি হবে!
ভারতের প্রধান দুটি দলের একটি হচ্ছে ভারতীয় জনতা পার্টি বা বিজেপি অার অপর দলটি হলো ভারতীয় জাতীয় কংগ্রেস হলো। ভারতের রাজনৈতিক ব্যবস্থায় এই দুটি দলই হল প্রধান প্রভাবক। মুলত ভারতের সরকার গঠন করে ভারতীয় জনতা পার্টি বা বিজেপি নেতৃত্বাধীন জোট বা ভারতীয় জাতীয় কংগ্রেস নেতৃত্বাধীন জোট।
বিজেপিঃ ভারতীয় জনতা পার্টি বা বিজেপির অন্যতম কৃতিত্ব হল ২০০২ সালের গুজরাট দাঙ্গা। কয়েক সপ্তাহ ধরে চলা দাঙ্গায় ২০০০ জন মারা যান এবং ১৫০,০০০ জন গৃহচ্যুত হন বলে মিডিয়া প্রকাশ করে।বাস্তবে যার সংখ্যা অনেক বেশি। ধর্ষণ, অঙ্গচ্ছেদ ও অত্যাচারের ঘটনাও ঘটে।গুজরাটের তৎকালীন মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদি এই দাঙ্গার মূল হোতা। পুলিশ আধিকারিকদের বিরুদ্ধে দাঙ্গাকারীদের পরিচালনা করার এবং তাদের হাতে মুসলমান-অধিকৃত সম্পত্তির তালিকা তুলে দেয়।
১৯৮০-এর দশকের গোড়ার দিকে বিশ্ব হিন্দু পরিষদ অযোধ্যায় বাবরি মসজিদচত্বরে হিন্দু দেবতা রামের মন্দির নির্মাণের জন্য আন্দোলন শুরু করে। ১৫২৭ সালে মুঘল সম্রাট বাবর উক্ত মসজিদটি নির্মাণ করেছিলেন। কোনো কোনো মতে, এই মসজিদ গঠনের আগে ওই স্থানে একটি মন্দিরের অস্তিত্ব ছিল। যদিও এই মতটি বিতর্কিত।আদোলনকারীদের বক্তব্য ছিল, বাবরি মসজিদ চত্বরটি আসলে রামের জন্মস্থান। একটি মন্দির ধ্বংস করেই বাবরি মসজিদ গঠিত হয়েছে। বিজেপি এই আন্দোলনকে সমর্থন করে এবং এই আন্দোলনকে তাদের নির্বাচনের ইস্যু করে।
তাছাড়া ২০১৪ সালে নির্বাচন পর তারা এবার গরু নিয়ে ব্যস্ত হয়ে গেছে। প্রায় সারা ভারতে গো হত্যা নিষিদ্ধ করেছে তারা। তাছাড়া কেউ গরু জবাই তাকেও পিটিয়ে হত্যা করছে গেরুয়া বাহিনী তথা বিজিপির লোক জন। ফলে গরু হত্যা তো দুরের কথা কেউ গরু কিনতেও চাইছে না। অাগে কোন কােন রাজ্যে গো-হত্যা নিষিদ্ধ হলে তা অন্য রাজ্যে চলতো। তাতে প্রান্তিক চাষীরা গরু অন্য রাজ্যের ব্যবসায়ীদের কাছে বিক্রয় করে দু পয়সা অায় করত। বর্তমানে তা করা সুযোগ না থাকায় গরীব প্রান্তিক চাষীরা চোখের পানি ফেলছে। ফলে তারা বিক্রয় করতে না পেরে গরু গুলোকে রাস্তায় ছেড়ে দিচ্ছে। দিন দিন তাই বেওয়ারীশ গরু বাড়ছে ও তা রাতের অাধারে ফসলের মাঠে অাক্রমণ করে ফসল খেয়ে ফেলছে।
কংগ্রেসঃ ভারতীয় জাতীয় কংগ্রেস ভারতীয় প্রজাতন্ত্রের একটি জাতীয় রাজনৈতিক দল। এই দল সাধারণভাবে কংগ্রেস নামে পরিচিত। কংগ্রেস দেশের বৃহত্তম রাজনৈতিক দলদুটির একটি। এটি বিশ্বের বৃহত্তম ও অন্যতম প্রাচীন রাজনৈতিক সংগঠন।ভারতীয় রাজনীতিতে এই আধুনিক উদারনীতিবাদী দলটিকে মধ্য-বামপন্থীবলে বিবেচনা করা হয়। ১৮৮৫ সালে থিওজোফিক্যাল সোসাইটির কিছু "অকাল্ট" সদস্য কংগ্রেস প্রতিষ্ঠা করেন।এঁরা হলেন অ্যালান অক্টোভিয়ান হিউম, দাদাভাই নওরোজি, দিনশ এদুলজি ওয়াচা, উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়, সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, মনমোহন ঘোষ, মহাদেব গোবিন্দ রানাডে ও উইলিয়াম ওয়েডারবার্ন প্রমুখ। ভারতের স্বাধীনতা আন্দোলনে জাতীয় কংগ্রেস নেতৃত্ব দান করেছিল। ১৯৪৭ সালে ভারত স্বাধীনতা অর্জন করলে, কংগ্রেস দেশের প্রধান রাজনৈতিক দলে পরিণত হয়। সেই থেকে মূলত নেহেরু-গান্ধী পরিবারই কংগ্রেসকে নেতৃত্ব দান করতে থাকেন।
১৯৮০-এর দশকের গোড়ার দিকে বিশ্ব হিন্দু পরিষদ অযোধ্যায় বাবরি মসজিদচত্বরে হিন্দু দেবতা রামের মন্দির নির্মাণের জন্য আন্দোলন শুরু করে। ১৫২৭ সালে মুঘল সম্রাট বাবর উক্ত মসজিদটি নির্মাণ করেছিলেন। কোনো কোনো মতে, এই মসজিদ গঠনের আগে ওই স্থানে একটি মন্দিরের অস্তিত্ব ছিল। যদিও এই মতটি বিতর্কিত।আদোলনকারীদের বক্তব্য ছিল, বাবরি মসজিদ চত্বরটি আসলে রামের জন্মস্থান। একটি মন্দির ধ্বংস করেই বাবরি মসজিদ গঠিত হয়েছে। বিজেপি এই আন্দোলনকে সমর্থন করে এবং এই আন্দোলনকে তাদের নির্বাচনের ইস্যু করে।
তাছাড়া ২০১৪ সালে নির্বাচন পর তারা এবার গরু নিয়ে ব্যস্ত হয়ে গেছে। প্রায় সারা ভারতে গো হত্যা নিষিদ্ধ করেছে তারা। তাছাড়া কেউ গরু জবাই তাকেও পিটিয়ে হত্যা করছে গেরুয়া বাহিনী তথা বিজিপির লোক জন। ফলে গরু হত্যা তো দুরের কথা কেউ গরু কিনতেও চাইছে না। অাগে কোন কােন রাজ্যে গো-হত্যা নিষিদ্ধ হলে তা অন্য রাজ্যে চলতো। তাতে প্রান্তিক চাষীরা গরু অন্য রাজ্যের ব্যবসায়ীদের কাছে বিক্রয় করে দু পয়সা অায় করত। বর্তমানে তা করা সুযোগ না থাকায় গরীব প্রান্তিক চাষীরা চোখের পানি ফেলছে। ফলে তারা বিক্রয় করতে না পেরে গরু গুলোকে রাস্তায় ছেড়ে দিচ্ছে। দিন দিন তাই বেওয়ারীশ গরু বাড়ছে ও তা রাতের অাধারে ফসলের মাঠে অাক্রমণ করে ফসল খেয়ে ফেলছে।
কংগ্রেসঃ ভারতীয় জাতীয় কংগ্রেস ভারতীয় প্রজাতন্ত্রের একটি জাতীয় রাজনৈতিক দল। এই দল সাধারণভাবে কংগ্রেস নামে পরিচিত। কংগ্রেস দেশের বৃহত্তম রাজনৈতিক দলদুটির একটি। এটি বিশ্বের বৃহত্তম ও অন্যতম প্রাচীন রাজনৈতিক সংগঠন।ভারতীয় রাজনীতিতে এই আধুনিক উদারনীতিবাদী দলটিকে মধ্য-বামপন্থীবলে বিবেচনা করা হয়। ১৮৮৫ সালে থিওজোফিক্যাল সোসাইটির কিছু "অকাল্ট" সদস্য কংগ্রেস প্রতিষ্ঠা করেন।এঁরা হলেন অ্যালান অক্টোভিয়ান হিউম, দাদাভাই নওরোজি, দিনশ এদুলজি ওয়াচা, উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়, সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, মনমোহন ঘোষ, মহাদেব গোবিন্দ রানাডে ও উইলিয়াম ওয়েডারবার্ন প্রমুখ। ভারতের স্বাধীনতা আন্দোলনে জাতীয় কংগ্রেস নেতৃত্ব দান করেছিল। ১৯৪৭ সালে ভারত স্বাধীনতা অর্জন করলে, কংগ্রেস দেশের প্রধান রাজনৈতিক দলে পরিণত হয়। সেই থেকে মূলত নেহেরু-গান্ধী পরিবারই কংগ্রেসকে নেতৃত্ব দান করতে থাকেন।
No comments
If you have any doubt, please let me know that with your valuable comments.