সুপার-ঘূর্ণিঝড়-আম্পান!

  • ব্রেকিং নিউস

    সিপিএলে একই দলে গেইল-রাসেল

    গেইল,

    ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের (সিপিএল) সপ্তম আসরেও দল পেয়েছেন ক্রিস গেইল ও আন্দ্রে রাসেল। এবার একই দলের হয়ে মাঠ মাতাবেন তারা। ড্রাফট তালিকা থেকে দুই বিধ্বংসী ব্যাটসম্যানকে দলে ভিড়িয়েছে জ্যামাইকা তালাওয়াস।৫৩৬ ক্রিকেটার নিয়ে বুধবার অনুষ্ঠিত হয়েছে সিপিএলের ড্রাফট। ড্রাফট থেকে পাঁচ বিদেশি খেলোয়াড় ভেড়াতে পারত প্রতিটি দল। নিয়মানুযায়ী গেইল-রাসেলকে টানে তালাওয়াস।

    এ ড্রাফটে তোলা হয় ১৮ বাংলাদেশি ক্রিকেটারকে। সেখান থেকে দল পেয়েছেন মাত্র একজন। তরুণ অলরাউন্ডার আফিফ হোসেন ধ্রুবকে দলে ভিড়িয়েছে সেন্ট কিটস অ্যান্ড নেভিস প্যাট্রিয়টস।২০১৯ সালের সিপিএল শুরু হবে ৪ সেপ্টেম্বর, শেষ হবে ১২ অক্টোবর।

    জ্যামাইকা তালাওয়াস স্কোয়াডঃ
    আমাদ বাট, জর্জ ওয়াকার, গ্লেন ফিলিপস, ওশানে থমাস, জহির খান, ক্রিস্টোফার লামন্ত, রোভম্যান পাওয়েল, চ্যাডউইক ওয়ালটন, ক্রিস গেইল, আন্দ্রে রাসেল, সামার স্প্রিঞ্জার, রামাল লুইস, স্টিভেন জ্যাকবস, ডেরভাল গ্রিন, জাভেলে গ্লিন, ইমরান খান ও জাভিয়ের মার্শাল।

    No comments

    If you have any doubt, please let me know that with your valuable comments.

    পৃষ্ঠা

    সর্বশেষ খবর

    COVID-19 থেকে বাঁচার উপায় !