সাগরে চীনকে চ্যালেঞ্জ যুক্তরাষ্ট্র জাপান-ভারতের
বিতর্কিত দক্ষিণ চীনসাগরে নতুন করে নৌশক্তি প্রদর্শন করল যুক্তরাষ্ট্র, জাপান, ভারত ও ফিলিপাইন। মার্কিন গাইডেড মিসাইল ডেস্ট্রয়ার, একটি জাপানি রণতরী, দুটি ভারতীয় নৌজাহাজ ও ফিলিপাইনের একটি টহল জাহাজ এ মহড়ায় অংশ নিয়েছিল।চীনের দাবি করা জলসীমার মধ্যে এ মহড়া হয়েছে। বৃহস্পতিবার মার্কিন নৌবাহিনীর বরাতে রয়টার্স এমন তথ্য জানিয়েছে। এর আগেও দক্ষিণ চীন সাগরে এমন যৌথমহড়া অনুষ্ঠিত হয়। এই চার দেশের মহড়া বেইজিংয়ের প্রতি নতুন
চ্যালেঞ্জ ছুড়ে দেয়ারই শামিল বলে বিবেচনা করা হচ্ছে। এমন একসময় এই মহড়া অনুষ্ঠিত হল, যখন কোটি ডলারের সমমূল্যের চীনা পণ্যের ওপর নতুন করে শুল্ক আরোপের হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন ডেস্ট্রয়ারের ক্যাপ্টেন কমান্ডার অ্যান্ড্র– জে. ক্লুগ ও ইউএসএস উইলিয়াম পি. লওরেন্স এক বিবৃতিতে বলেন, এ অঞ্চলে আমাদের মিত্র, বন্ধু ও অংশীদারদের সঙ্গে পেশাগতভাবে যুক্ত হওয়ার এ সুযোগ আমাদের সম্পর্ককে আরও জোরালো করে তুলবে।
No comments
If you have any doubt, please let me know that with your valuable comments.