সুপার-ঘূর্ণিঝড়-আম্পান!

  • ব্রেকিং নিউস

    আমিরাতের ৪ বাণিজ্যিক জাহাজে হামলা, সন্দেহের চোখ ইরানে

    আমিরাতের ৪ বাণিজ্যিক জাহাজে হামলা, সন্দেহের চোখ ইরানে

    আরব আমিরাতের জলসীমার কাছে দেশটির চারটি বাণিজ্যিক জাহাজ নাশকতামূলক হামলার শিকার হয়েছে। রোববার সকালে এই ঘটনা ঘটেছে বলে আমিরাতের পররাষ্ট্রমন্ত্রীর এক বিবৃতিতে জানা গেছে।এমন একসময় এ ঘটনা ঘটেছে যখন ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের উত্তেজনার পারদ প্রতিনিয়ত বেড়েই চলছে। তবে কী ধরনের নাশকতা ঘটেছে, তা বিস্তারিত জানানো হয়নি। এতে কোনো হতাহতের ঘটনাও ঘটেনি।

    আরব নিউজের খবরে বলা হয়েছে, ইরান থেকে একশ ১৫ কিলোমিটার দূরে ফুজাইরার কাছে এই চারটি জাহাজে নাশকতা চালানো হয়েছে। এসব বাণিজ্যিক জাহাজে বিভিন্ন দেশের নাগরিকরা ছিলেন। আরব আমিরাত আন্তর্জাতিক ও স্থানীয়দের সঙ্গে ঘটনার তদন্ত করছে।তবে ফুজাইরা বন্দরের কার্যক্রম স্বাভাবিক গতিতেই চলছে। আরব আমিরাত জানিয়েছে, বাণিজ্যিক জাহাজকে নাশকতার লক্ষ্যবস্তু বানানো এবং ক্রু সদস্যদের জীবন হুমকিতে পড়ার এই ঘটনা ভয়ঙ্কর।

    এক্ষেত্রে এ ঘটনাকে সামুদ্রিক জলসীমায় নিরাপত্তা ও সুরক্ষার জন্য বড় হুমকি হিসেবে বিবেচনা করবে আরব আমিরাত।এর আগে সমুদ্রে বাণিজ্যিক জাহাজকে ইরান হামলার লক্ষ্যবস্তু বানাবে বলে গত সপ্তাহে হুশিয়ারি জারি করেছিল যুক্তরাষ্ট্র।মার্কিন উপকূল প্রশাসন বলেছে, মে মাসের শুরু থেকে ইরান কিংবা তাদের আঞ্চলিক ছায়া বাহিনী যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের বিরুদ্ধে পদক্ষেপ নিতে পারে। এর আগে হরমুজ প্রণালী বন্ধ করে দেয়ার ঘোষণা দিয়েছিল ইরান।আরব উপসাগর ও ইরানকে আলাদা করে দেয়া এ প্রণালীটি বৈশ্বিক তেল ও গ্যাস পরিবহনের জন্য খুবই গুরুত্বপূর্ণ।যুক্তরাষ্ট্র জানিয়েছে, লোহিত সাগর, বাব এল মানদেব ও আরব উপসাগরে মার্কিন সামরিক নৌযান, তেলট্যাংকারসহ বাণিজ্যিক জাহাজকে হামলার লক্ষ্যবস্তু বানাতে পারে ইরান ও তার ছায়া বাহিনী।

    সূত্র- আরব নিউজ ও রয়টার্স

    No comments

    If you have any doubt, please let me know that with your valuable comments.

    পৃষ্ঠা

    সর্বশেষ খবর

    COVID-19 থেকে বাঁচার উপায় !