আসলে আমি দুঃখিত
আমাকে ভুল তথ্য দেওয়া হয়েছে। তখন অ্যাডমিট কার্ড হাতে না থাকার কারণে আমি নিজে জানতে পারিনি। আসলে আমাকে যে তথ্যটি দিয়েছে সে নিজে আমাকে বলেছে 'আই এম স্যরি'। আমি আসলে কাউকে ইচ্ছা করে ভুল তথ্য দিতে চাইনি। এখন আমি নিজেই দেখছি। আমি এতেও খুশি। আসলে আমি হঠাৎ ঘাবড়ে গিয়েছিলাম এবং ভাবছিলাম যতক্ষণ পর্যন্ত আমি নিজে সিউর না হবো ততক্ষণ আমি কিছু বলবো না।
আমার সব সাংবাদিক ভাইরা, আমি আসলেই দুঃখিত। এতটুকুর জন্য আমি ভাবলাম আমার ভক্তরা এবং সকল সাংবাদিক ভাইরা আমার উপর অসন্তুষ্ট। আপনাদের ভালোবাসা এবং সাপোর্টই আমার কাছে বড়। আপনারা আছেন বলেই আজ আমি পূজা চেরী। যারা এরকম নিউজ করছেন তাদের কাছে আমি অনুরোধ করছি।
আমি অত্যন্ত দুঃখিত।
আপনারা আমার উপর আর্শিবাদ রাখবেন, যাতে আমি পরবর্তীতে আরও ভালো করতে পারি। এটাই আমার চাওয়া।
(পূজা চেরীর ফেসবুক থেকে সংগৃহীত)
No comments
If you have any doubt, please let me know that with your valuable comments.