পরমাণু সমঝোতা লঙ্ঘন করবে না ইরান: জারিফ
ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাওয়াদ জারিফ বলেছেন, কোনোভাবেই ইরান পরমাণু সমঝোতা লঙ্ঘন করবে না।পরমাণু সমঝোতা থেকে আমেরিকার বেরিয়ে যাওয়ার পর পাল্টা ব্যবস্থা হিসেবে তেহরান যে পদক্ষেপ নিতে যাচ্ছে, তার সবই ২০১৫ সালে সই হওয়া পরমাণু সমঝোতার আওতায় করা হচ্ছে। খবর রয়টার্সের।
রাশিয়ার রাজধানী মস্কো পৌঁছে জাওয়াদ জারিফ মঙ্গলবার রাতে সাংবাদিকদের একথা জানান। মস্কো সফরে তিনি রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভসহ অন্য কয়েকজন কর্মকর্তার সঙ্গে বৈঠক করবেন। এসব বৈঠকে পরমাণু সমঝোতা ইস্যুটি গুরুত্ব পাবে।জাওয়াদ জারিফ বলেন, গত বছর মার্কিন সরকার পরমাণু সমঝোতা লঙ্ঘন করলে ইরানের ‘ধৈর্য’ ধরার সময় শেষ হয়ে গেছে।দুঃখজনক হলেও সত্য, আমেরিকার অন্যায় পদক্ষেপের বিপরীতে ইউরোপীয় ইউনিয়ন ও অন্য আন্তর্জাতিক সম্প্রদায় রুখে দাঁড়ায়নি। এ কারণে ইরান পরমাণু সমঝোতার আওতায় স্বেচ্ছায় নতুন কিছু পদক্ষেপ নিতে যাচ্ছে।এর আগে মঙ্গলবার ইরানের অন্যতম উপ-পররাষ্ট্রমন্ত্রী ও প্রধান পরমাণু আলোচক সাইয়্যেদ আব্বাস আরাকচি বলেছেন, ইরানের ওপর নিষেধাজ্ঞা পুনর্বহাল করা হলে তেহরান কিছু ধারা বাস্তবায়ন থেকে সরে আসতে পারবে। বছরের ৮ মে পরমাণু সমঝোতা থেকে আমেরিকা বেরিয়ে গিয়েছিল।
No comments
If you have any doubt, please let me know that with your valuable comments.