আপনার সারা শরীরে মানুষের রক্ত লেগে রয়েছে, মোদিকে মমতা
ভারতের লোকসভা নির্বাচনের শেষ লগ্নে এসে আরো একবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর বাকযুদ্ধ নতুন মাত্রা পেল। সোমবার দেশটির তমলুকের সভা থেকে মোদি বলেন, পশ্চিমবঙ্গে যে কোনো কাজ করতেই তৃণমূলকে তোলাবাজি ট্যাক্স দিতে হয়। এরপর বিষ্ণুপুর থেকে মমতা বলেন, আমি তোলাবাজ হলে আপনি কী! আপনার হাত থেকে শুরু করে পা-গোটা শরীরে রক্ত লেগে আছে।
এমনিতেই দেশের সাবেক প্রধানমন্ত্রী প্রয়াত রাজীব গান্ধীকে নিয়ে করা মোদির একটি মন্তব্যকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে সমালোচনা শুরু হয়েছে। রাহুল গান্ধী অবশ্য প্রধানমন্ত্রীকে সরাসরি আক্রমণ না করে গান্ধীগিরির আশ্রয় নিয়েছেন। সংসদে কয়েক মাস আগে অনাস্থা প্রস্তাবের উপর আলোচনা সময় মোদিকে আলিঙ্গন করে রাজনৈতিক মহলকে চমকে দিয়েছিলেন রাহুল। এই বিতর্কের মধ্যেই সেই ছবি আবারও টুইটারে পোস্ট করেছেন কংগ্রেস সভাপতি।
কিন্তু মমতা বুঝিয়ে দিলেন তিনি এরকম কোনো পথে হাঁটবেন না। আক্রমণের জবাব দেবেন আক্রমণ শানিয়ে। তমলুকের সভা থেকে বেশ কয়েকটি বিষয় তুলে ধরেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, ‘পশ্চিমবঙ্গের মানুষকে যে কোনো কাজ করতেই এই তোলাবাজি ট্যাক্স দিতে হয়। তাই জগাই মাধাই সিন্ডিকেট হোক বা তোলাবাজি ট্যাক্স থেকে মুক্তি পেতে বিজেপি-ই একমাত্র বিকল্প।'
বিষ্ণুপুরের জনসভা থেকে মমতা বলেন, ‘আপনি রাজীব গান্ধীকে দুর্নীতিগ্রস্ত বললেন। আজ আমায় তোলাবাজ বলছেন। আমি তোলাবাজ হলে আপনি কী? হাত থেকে পা-আপনার শরীরের সমস্ত জায়গায় মানুষের রক্ত লেগে রয়েছে। দাঙ্গা ছাড়া আপনাদের কিছুই নেই।'
গুজরাটের দাঙ্গার প্রসঙ্গ টেনে এনেছেন মুখ্যমন্ত্রী। মোদি গুজরাটের মুখ্যমন্ত্রী থাকার সময় সে রাজ্যে দাঙ্গা হয়। কট্টর ডানপন্থী সংগঠনগুলোর দাবি প্রায় দু'হাজার মানুষ গুজরাটের দাঙ্গায় প্রাণ হারিয়েছিলেন। তবে আদালতের নজরদারিতে হওয়া তদন্তে দাঙ্গার সঙ্গে মোদির কোনো যোগাযোগ পায়নি।
সূত্র : এনডিটিভি
No comments
If you have any doubt, please let me know that with your valuable comments.