টেলিভিশন বিস্ফোরণ স্বামীর পর মারা গেলেন স্ত্রীও
রাজধানীর পশ্চিম আগারগাঁওয়ে একটি বাসায় টেলিভিশন বিস্ফোরণের আগুনে দগ্ধ হওয়ার ঘটনায় স্ত্রী সালমা আক্তারও (২৬) মারা গেছেন। শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে মারা যান তিনি। বার্ন ইউনিটের আবাসিক চিকিৎসক ডা. পার্থ শংকর পাল জানান, সালমার শরীরের ৯৫ শতাংশ দগ্ধ হয়েছিল।
এর আগে গত শনিবার রাতে বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান সালমার স্বামী মোক্তার হোসেন। তার শরীরের ৯৭ শতাংশ দগ্ধ ছিল।গত বৃহস্পতিবার বিকালে এ দুর্ঘটনা ঘটে। গুরুতর দগ্ধ অবস্থায় স্বামী-স্ত্রী দু’জনকেই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়।
No comments
If you have any doubt, please let me know that with your valuable comments.