সুপার-ঘূর্ণিঝড়-আম্পান!

  • ব্রেকিং নিউস

    কাতারে আনুষ্ঠানিকভাবে চালু হলো মেট্রো ট্রেন সার্ভিস

    কাতারে আনুষ্ঠানিকভাবে চালু হলো মেট্রো ট্রেন সার্ভিস

    ২০২২ ফুটবল বিশ্বকাপকে সামনে রেখে দৃষ্টিনন্দন স্টেডিয়াম নির্মাণ ও প্রতিনিয়ত বিভিন্ন অবকাঠামো নির্মাণের ফলে বিশ্ববাসীর নজর এখন কাতারের দিকে।এরই ধারাবাহিকতায় বহুল প্রতীক্ষিত দোহা মেট্রো রেড লাইন সাউথ পরিবহনটি বুধবার থেকে জনসাধারণের জন্য উন্মুক্ত করা হয়।

    মূলত কাতারের যানজট নিরসন ও দ্রুততম সময়ে গন্তব্যে পৌঁছানোর জন্য মেট্রোরেলের যাত্রা। মাত্র ২ রিয়েল দিয়ে যে কোনও জায়গায় যেতে পারবেন যাত্রীরা। আর ৬ রিয়েল দিয়ে 'ডে পাশ' কিনে তাহলে এক দিনে যতবার খুশি মেট্রোতে ভ্রমণ করতে পারবেন।শুরুতেই আলকাসসার স্টেশন থেকে আল ওয়াকরা পর্যন্ত মোট ১৩টি স্টেশনে যাতায়াত করবে মেট্রো রেল। আপাতত রবিবার থেকে বৃহস্পতিবার প্রতিদিন সকাল ৮টা থেকে রাত ১১টা পর্যন্ত এই পরিবহন দোহা মেট্রো রেড লাইট সাউথ চলাচল করবে। 

    মেট্রোরেল মাটির নিচের ট্যানেলটি স্থান প্রকারভেদ ৪৫ ফুট কম বেশি গভীরতায় চলাচল করবে। কাতারি নাগরিক ও বিভিন্ন অভিবাসীদের সঙ্গে প্রথম দিনের যাত্রায় অংশ নেন অনেক প্রবাসী বাংলাদেশি।

    No comments

    If you have any doubt, please let me know that with your valuable comments.

    পৃষ্ঠা

    সর্বশেষ খবর

    COVID-19 থেকে বাঁচার উপায় !