চীন-ভারত সীমান্তে তুষারপাতে মারা গেল ৩০০ চমরি গাই
চীন-ভারত সীমান্তের কাছে তুষারপাতে আটকে পড়ে না খেয়ে মারা পড়েছে কমপক্ষে ৩০০ চমরি গাই (ইয়াক)।২০১৮ সালের ডিসেম্বর থেকে ওই সীমান্তে আটকে ছিলো ইয়াক বা চমরি গাইগুলো। কর্তৃপক্ষ হেলিকপ্টারে করে খাবার দেয়ার চেষ্টা করলেও খারাপ আবহাওয়ার কারণে তাদেরকে সরে আসতে হয়।
হাজার হাজার বছর ধরে ওই এলাকায় বাস করছে চমরি গাই। দুধ ও মাংসের চাহিদা পূরণ ছাড়াও মালামাল বহনের কাজে ব্যবহার করা হয় এগুলো।
সূত্র: বিবিসি
No comments
If you have any doubt, please let me know that with your valuable comments.