বরিশালে পাসের হারে এবারও মেয়েরা এগিয়ে
বরিশাল শিক্ষা বোর্ডে এবারও মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষায় বিগত বছরের মতো গড় পাসের হারে এবং জিপিএ-৫ এর বেলায় ছেলেদের চেয়ে এগিয়ে মেয়ে শিক্ষার্থীরা। বরিশাল শিক্ষা বোর্ডে এবার পাসের হার ৭৭ দশমিক ৪১ শতাংশ।
এ বছর মেয়েদের পাসের হার ৭৪ দশমিক ৪১ শতাংশ ও ছেলেদের পাসের হার ৮০ দশমিক ৩৩ শতাংশ। পাশাপাশি মেয়েরা ২ হাজার ২১৭টি জিপিএ-৫ পেয়েছে। যার থেকে ছেলেরা ২৪৫টি জিপিএ-৫ কম পেয়েছে। ছেলেরা ১ হাজার ৯৭২টি জিপিএ-৫ পেয়েছে।
আর বিষয় ভিত্তিতেও পাসের হারে বিজ্ঞান, মানবিক ও বাণিজ্য বিভাগে এগিয়ে রয়েছে মেয়েরা।বোর্ডের দেওয়া তথ্য অনুযায়ী, এবার ১ হাজার ৪২৭টি স্কুল থেকে ১ লাখ ৬ হাজার ২১১ জন পরীক্ষার্থী ১৭৬টি কেন্দ্রে পরীক্ষায় অংশগ্রহণ করে।বরিশাল শিক্ষা বোর্ডের সম্মেলন কক্ষে সোমবার বেলা পৌনে ১২টায় সংবাদ সম্মেলন করে ফলাফল ঘোষণা করেন পরীক্ষা নিয়ন্ত্রক।
No comments
If you have any doubt, please let me know that with your valuable comments.