ইরানের ওপর চাপ বাড়িয়ে লাভ নেই : যুক্তরাষ্ট্রকে হিজবুল্লাহ
লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর নির্বাহী পরিষদের প্রধান সাইয়্যেদ হাশিম সাফিউদ্দিন বলেছেন, চাপ বাড়ানোর মাধ্যমে ইরানকে নতজানু করা যাবে না। মার্কিন ও ইসরায়েলি ষড়যন্ত্রের কারণে ইরান দুর্বল হবে না।তিনি আরও বলেন, ইসলামি ইরানের পাশাপাশি লেবানন, ফিলিস্তিন, সিরিয়া, ইরাক ও ইয়েমেনের প্রতিরোধ ফ্রন্ট অত্যন্ত শক্তিশালী এবং আল্লাহর রহমতে প্রতিরোধের সংস্কৃতি ক্রমেই জোরদার হচ্ছে।
সাইয়্যেদ সাফিউদ্দিন বলেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইসলামি প্রজাতন্ত্র ইরানের ওপর চাপ বাড়ানোর মাধ্যমে প্রতিরোধ সংগ্রামকে দুর্বল করতে চায়। কিন্তু তারা সফল হতে পারবে না। হিজবুল্লাহর এই নেতা বলেন, শত্রুরা এর আগেও প্রতিরোধ শক্তিকে দুর্বল করার চেষ্টা করেছে এবং প্রতিরোধ সংগঠনগুলোর জনপ্রিয়তা ধ্বংস করার চেষ্টা করেছে, কিন্তু তারা বারবারই ব্যর্থ হয়েছে।
যুক্তরাষ্ট্র ইরানের পাশাপাশি লেবাননের হিজবুল্লাহর ওপরও নানা ধরণের চাপ বৃদ্ধি করেছে। তবে সংগঠনটির শক্তি ও জনসমর্থন আগের চেয়ে আরও বেড়েছে।
No comments
If you have any doubt, please let me know that with your valuable comments.