লোকসভা নির্বাচনের ভোট গণনা শুরু
ভারতের লোকসভা নির্বাচনের ভোট গণনা শুরু হয়েছে। প্রত্যেক প্রার্থীর প্রতিনিধির উপস্থিতিতে বৃহস্পতিবার সকাল ৮টা থেকে একযোগে ভোট গণনা শুরু হয়। নির্বাচন কর্মকর্তারা মনে করছেন, সকাল ৮টা থেকে ভোটগণনা শুরু হলেও অনেক রাতে হয়তো ফল জানা যাবে। তবে প্রতি রাউন্ডের গণনা শেষে নির্বাচন কমিশনের পক্ষ থেকে ফল জানানো হবে।এদিকে, শেষ দফা ভোটের পর ক্ষমতাসীন বিজেপি জোটের জয়ের আভাস দেয় বুথফেরত সমীক্ষা। যদিও সেটা মানছে না বিরোধী জোট। অবশ্য বুথফেরত সমীক্ষা মিলবে কি মিলবে না সেটা আজই যাবে। ভোটগণনাকে কেন্দ্র করে ভারতজুড়ে টানটান উত্তেজনা বিরাজ করছে।
জানা গেছে, প্রত্যেক প্রার্থীর প্রতিনিধির উপস্থিতিতে সকাল ৮টায় স্ট্রংরুম খোলার পর পুরো প্রক্রিয়াটি ভিডিও ক্যামেরার সামনে করা হবে। এদিকে, ইভিএম নিয়ে সংশয় কাটাতে ভোটগণনার আগে ভিভিপ্যাট মেলানোর দাবি নির্বাচন কমিশন খারিজ করে দেয়ায় বড় ধরনের ধাক্কা খেয়েছে বিরোধী দলগুলো। এমন পরিস্থিতিতে ভোটগণনার শেষ সময় পর্যন্ত ধৈর্য ধরার আহ্বান জানিয়েছেন তারা।
No comments
If you have any doubt, please let me know that with your valuable comments.