সুপার-ঘূর্ণিঝড়-আম্পান!

  • ব্রেকিং নিউস

    গম্ভীরকে পাল্টা আক্রমণ আফ্রিদির, পাকিস্তানে আমন্ত্রণ

    গম্ভীরকে পাল্টা আক্রমণ আফ্রিদির, পাকিস্তানে আমন্ত্রণ

    প্রাক্তন পাকিস্তান অধিনায়ক শাহীদ আফ্রিদি এবং প্রাক্তন ভারতীয় ওপেনার গৌতম গম্ভীরের বাগ্‌যুদ্ধ থামার নাম নেই। শুরুটা করেছিলেন আফ্রিদি। পাল্টা জবাব দিয়েছিলেন গম্ভীর। কিন্তু সেখানেই না থেমে আবার গম্ভীরকে বিঁধলেন আফ্রিদি।আফ্রিদি তাঁর সদ্য প্রকাশিত আত্মজীবনী ‘গেম চেঞ্জার’-এ লেখেন, ‘‘গম্ভীরের কোন ব্যক্তিত্ব নেই এবং ও প্রচণ্ড উদ্ধত।’’ শুধু তাই নয়, আফ্রিদি, প্রাক্তন ভারতীয় অধিনায়ককে নিয়ে আরও লিখেছেন, ‘‘ওর মতো ছেলেদের করাচিতে আমরা ‘সরিয়ল’ (বদমেজাজি) বলে ডাকি। আমার কাছে ব্যাপাটা খুব সহজ। আমি হাসখুশি, ইতিবাচক মানুষ ভালবাসি। সে আগ্রাসী না প্রতিদ্বন্দ্বী, তাতে কিছু যায় আসে না। তবে তাকে ইতিবাচক হতে হবে এবং গম্ভীর সে রকম নয়।’’

    এই আক্রমণের জবাবে গম্ভীর বলেছিলেন, আফ্রিদির কোন মনোবিদ দেখানো প্রয়োজন। তাঁর পাল্টা জবাব দিতে গিয়ে করাচিতে নিজের বইয়ের উদ্বোধনে এসে আফ্রিদি বলেন, ‘‘আমার মনে হয়, গম্ভীরের কোন সমস্যা রয়েছে। আমি কয়েকটা হাসপাতালের সঙ্গে এখন কাজ করছি। তাই আমি গম্ভীরের জন্য চিকিৎসার ভাল ব্যবস্থা করতে পারব পাকিস্তানে।’’ 

    গম্ভীরের জন্য ভিসার ব্যবস্থা করে দেওয়ারও প্রস্তাব দেন আফ্রিদি। তিনি বলেন, ‘‘ভারত সরকার সাধারণত খুব সহজে পাকিস্তানের মানুষদের ভিসা দেয় না। তবে আমি ভারত থেকে প্রত্যেককে পাকিস্তানে স্বাগত জানাব। আমাদের দেশের মানুষ এবং আমাদের সরকার সব সময়ই ভারতীয়দের স্বাগত জানিয়েছে। আর গৌতমের পাকিস্তানে চিকিৎসা করার জন্য আমি ভিসার ব্যবস্থা করে দেব।’’

    No comments

    If you have any doubt, please let me know that with your valuable comments.

    পৃষ্ঠা

    সর্বশেষ খবর

    COVID-19 থেকে বাঁচার উপায় !