দত্তক নিতে চায় অনেকেই, সিদ্ধান্ত নেবেন আদালত
ঢাকা শিশু হাসপাতালের টয়লেট থেকে এক নবজাতককে উদ্ধার করা হয়েছে। শিশুটির শারীরিক অবস্থা ভালো আছে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। তবে শিশুটির অভিভাবক খুঁজে পাওয়া যায়নি। এ ঘটনায় শেরে বাংলা নগর থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে। শিশুটিকে দত্তক নিতে চান অনেকেই। তবে এ বিষয়ে সিদ্ধান্ত নেবেন আদালত।দুর্ভাগ্য নিয়েই যেন জন্ম শিশুটির। জন্মের পরপরই শিকার হতে হলো নির্মমতার। ফুটফুটে এই কন্যা শিশুটিকে মঙ্গলবার সকাল ১১টার দিকে ঢাকা শিশু হাসপাতালের টয়লেট থেকে উদ্ধার করা হয়। এরপরই শিশুটিকে হাসপাতালে ভর্তি করা হয়। নবজাতককে পরম মমতায় আগলে রেখেছেন হাসপাতালের কর্মচারীর স্ত্রী পলি আক্তার।
হাসপাতালের কর্মচারী রাসেলের স্ত্রী বলেন, আমি আসার পর থেকেই আমার হাত ধরে বসে আছে। মনে হচ্ছে রেখে একটু গেলেই কান্নাকাটি করতেছে।হাসপাতালের কর্মচারী রাসেল বলেন, কে বা কারা বাচ্চাটি যেন ফেলে রেখে গেছে।ওজন কম হলেও শিশুটি এখন সম্পূর্ণ সুস্থ রয়েছে।সিনিয়র নার্স শিরিন আক্তার বলেন, আগের তুলনায় শিশুটি ভাল আছে। মুখে খাওয়া বন্ধ ছিল, এখন তাও শুরু করা হয়েছে।অভিভাবক না পাওয়া পর্যন্ত শিশুটিকে হাসপাতালের তত্ত্বাবধানে রাখার কথা জানিয়েছেন চিকিৎসক।
ঢাকা শিশু হাসপাতাল আবাসিক মেডিকেল অফিসার ডা. খন্দকার আশিকুর রহমান বলেন, আমরা যখন কনফার্ম হব যে, বাচ্চাটি সুস্থ আছে, কোন রকম কোন সমস্যা নেই তখনই আমরা ছুটি দিব। যদি কেউ নুইতে চায় সেটা হাসপাতাল কর্তৃপক্ষ দেখবেন।তবে শিশুটিকে কে বা কারা ফেলে গেছে সে বিষয়ে কিছুই জানাতে পারেনি হাসপাতাল কর্তৃপক্ষ। হাসপাতালের সিসিটিভি ফুটেজ পরীক্ষা করে বিষয়টি তদন্ত করছে তারা। এ ঘটনায় রাজধানীর শেরে বাংলা নগর থানায় একটি সাধারণ ডায়েরি করেছে হাসপাতাল কর্তৃপক্ষ।
হাসপাতালের উদ্ধার হওয়া কন্যা শিশুটির বয়স ৫ থেকে ৭ দিন। বুধবার (১৫ মে) দুপুরে তার শারীরিক অবস্থা নিয়ে ব্রিফ করে হাসপাতাল কর্তৃপক্ষ। অভিভাবক খুঁজে পাওয়ার আগ পর্যন্ত শিশুটিকে হাসপাতালের তত্ত্বাবধানে রাখা হবে বলে জানানো হয়। তবে মা-বাবা খুঁজে পাওয়া না গেলে, সমাজকল্যাণ অধিদপ্তরের মাধ্যমে, আদালতের নির্দেশনা অনুযায়ী তাকে দত্তক দেয়া হবে।
No comments
If you have any doubt, please let me know that with your valuable comments.