বৃষ্টি হয়ে উঠতে পারে বিশ্বকাপের প্রতিপক্ষ
বিশ্বকাপে বড় প্রতিপক্ষ হয়ে উঠতে পারে বৃষ্টি। তাই পরিস্থিতি বুঝে সিদ্ধান্ত নিতে হবে। এমনটা মনে করেন ক্রিকেট বিশ্লেষক নাজমুল আবেদিন ফাহিম। বিশ্বকাপের লড়াইয়ে নামার আগে ভারতের বিপক্ষে প্রস্তুতি ম্যাচের গুরুত্ব অনেক। তবে নিজেদের দিনে যে কোনো দলকেই হারানোর সামর্থ্য আছে মাশরাফী বাহিনীর। এমনটি মনে করেন ফাহিম।
বৃষ্টির উপর কারো হাত নেই। বাগড়া দিতে পারে যেকোনো সময়। বিশ্বকাপের আগে টাইগারদের প্রস্তুতিতেও বাঁধা হয়ে দাঁড়িয়েছে বৃষ্টি। ভেসে গেছে পাকিস্তানের বিপক্ষে ম্যাচ। এটা না হয় গেলো। কিন্তু, বিশ্বকাপে বৃষ্টি মানেতো চরম বিরক্তি। সেই আশঙ্কাও দেখা দিচ্ছে। এলোমেলো করে দিতে পারে পয়েন্টের হিসাব নিকাশ।
ক্রিকেট বিশ্লেষক নাজমুল আবেদিন ফাহিম বলেন, আয়ারল্যান্ড এবং ইংল্যান্ডের কন্ডিশন এক নয়। সেজন্য খেলতে নামার আগে সেখানকার কন্ডিশন জেনে নিলে ভালো হবে। পাকিস্তানের বিপক্ষে খেলা হলে আমরা হয়তো আরও একটু ভালো প্রস্তুতি নিতে পারতাম। তবে খেলা শুরু হলে বৃষ্টি কতটা বিঘ্ন ঘটায় তা বোঝা যাচ্ছে না।
ভারতের বিপক্ষে প্রস্তুতি ম্যাচটা হবে কিনা কে জানে। তবে বিশ্বকাপের আগে এমন ম্যাচের অনেক গুরুত্ব দেখছেন ক্রিকেট বিশ্লেষক নাজমুল আবেদিন ফাহিম। তার মতে ভারত দলে ম্যাচ জেতানো ক্রিকেটারের সংখ্যা বেশি। তবে নিজেদের দিনে বাংলাদেশ তো হারাতে পারে যে কাউকে।
ফাহিম বলেন, এবার বিশ্বকাপে যেই দলগুলো খেলছে সেগুলো আট, ৯ কিংবা সাড়ে ৯ এর মধ্যেই আছে। অতোটা পার্থক্য কোনো দলের মধ্যে নেই। তবে অভিজ্ঞ দলগুলো কৌশলগতভাবে কিছুটা এগিয়ে থাকবে।
একটা কথা ঘুরে ফিরে আসছে বারবার। বাংলাদেশ অভিজ্ঞ দল। আর ব্যাটিংও এখন যথেষ্ট শক্তিশালী। এবার তাই নতুন করে আশা দেখছেন সমর্থক থেকে শুরু করে সবাই। তবে বাংলাদেশ দলকে নিয়ে দু'ধরণের চিন্তা কাজ করছে নাজমুল আবেদিনের মনে। এ দলটার পক্ষ্যে চ্যাম্পিয়ন হওয়াও সম্ভব। আবার খারাপ খেললেও অবাক হওয়ার কিছু নেই।
No comments
If you have any doubt, please let me know that with your valuable comments.