সুপার-ঘূর্ণিঝড়-আম্পান!

  • ব্রেকিং নিউস

    ঝড়ে বায়তুল মোকাররমে অস্থায়ী প্যান্ডেল ভেঙে নিহত ১, আহত ২০

    Image result for কাল বৈশাখী ঝড়

    শুক্রবার ইফতারের পর ঝড়ো বাতাসে প্যান্ডেল ভেঙে পড়লে ১ জন নিহত এবং আরো ২০ জন আহত হন। প্যান্ডেলের ভিতর এসময় মুসল্লীরা আটকে পড়ে। ফায়ার সার্ভিসের ২টি ইউনিট ঘটনাস্থলে পোছে উদ্ধার কাজ শুরু করে। 

    জানা গেছে, বায়তুল মোকাররম মসজিদের দক্ষিণ গেটে রমজান মাস উপলক্ষে একটা অস্থায়ী প্যান্ডেল তৈরি করা হয়। তাবু ছিলো বড় আকারের। ইফতারের পর ঝড়ো হাওয়ায় প্যান্ডেল ভেঙ্গে পড়লে ভেতরে আটকা পড়েন প্রায় ৫০ জন মুসল্লী। তারা ভয়ে চিৎকার শুরু করে। ফায়ার সার্ভিস আটকে পড়া মুসল্লীদের উদ্ধার করতে থাকে। আহতদের পাঠানো হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। 

    মতিঝিল জোনের এডিসি শিবলী নোমান জানিয়েছেন, বায়তুল মোকাররম মসজিদের প্যান্ডেল ভেঙে যাওয়ায় বেশ কয়েকজন আহত হয়েছেন। তবে কেউ নিহত হয়েছেন কিনা তা জানাতে পারেননি। তিনি বলেন, উদ্ধার অভিযানে ফায়ার সার্ভিসের এবং আমাদের পুলিশ সদস্যরা কাজ করছেন।হাসপাতাল সূত্র জানায়, নিহতের নাম, মো শফিকুল ইসলাম (৩৮)। পিতা জনাব আলী, গ্রামের বাড়ী লালমনিরহাট আদিদমারি। তিনি টায়ার তৈয়ারির কারখানায় কাজ করতেন। রাত ৮ টার দিকে ঢামেক হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

    সত্যতা নিশ্চিত করেন ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মোঃ বাচ্চু মিয়া। আহতরা হচ্ছেন, পুলিশের সিটিএসবির এসআই শরিফুল (৩৬), বিপ্লব (৩৪), মনির (৩৫), তারেক (৩৫),জানে আলম (২৫), শাকিল (২৩), মাসুদ (৩২), সজিব (২৮), আউয়াল (৩০), আলাল (৩৫), আরিফুল (২৫), আমান উল্লাহ (২৫), রফিউজামান (২৭), সহ ১৬ জন চিকিৎসাধীন রয়েছেন।

    No comments

    If you have any doubt, please let me know that with your valuable comments.

    পৃষ্ঠা

    সর্বশেষ খবর

    COVID-19 থেকে বাঁচার উপায় !