সুপার-ঘূর্ণিঝড়-আম্পান!

  • ব্রেকিং নিউস

    'দাম্পত্য জীবনের ইতি টানছেন ইমরান খান'

    'দাম্পত্য জীবনের ইতি টানছেন ইমরান খান'

    হতাশায় অভিনয় থেকে নিজেকে গুঁটিয়ে নিয়েছেন চার বছর হলো। এক প্রকার নির্বাসনে থাকা ইমরান খান এবার খবরের হেডলাইন হলেন। কিন্তু ভালো কোনো খবরের জন্য নয়। দাম্পত্য জীবনে তিক্ততা থেকে স্ত্রী অবন্তিকা মালিকের সাথে সম্পর্কের ইতি টানছেন তিনি।

    ভারতীয় গণমাধ্যম বলছে, অবন্তিকা ইমরানের বাড়ি ত্যাগ করে মেয়ে ইমারাকে নিয়ে নিজের পরিবারের সঙ্গে থাকছেন। দু’জনের পরিবার, বন্ধুরা তাদের সম্পর্ক জোড়া লাগানোর চেষ্টা করছেন। কিন্তু তা ফলপ্রসূ না হয়ে বরং তা বিচ্ছেদের দিকেই পতিত হচ্ছে, এ খবরই বেশি জোরালো।


    এমন খবর বি টাউনের আনাচে-কানাচে যখন শোনা যাচ্ছে, তখনও চুপ রয়েছেন ইমরান ও অবন্তিকা। গণমাধ্যমে এ নিয়ে খবর প্রকাশ হলেও দু’জনের পরিবারের পক্ষ থেকে এ ব্যাপারে কোনো মন্তব্য শোনা যায়নি। 

    উল্লেখ্য, আমির খানের ভাগ্নে ইমরান খান বলিউডে পা রাখেন ২০০৮ সালে। এরপর একাধিক সফল সিনেমা দর্শকদের উপহার দিয়েছেন। ২০১১ সালে প্রেম করে বিয়ে করেন অবন্তিকা মালিককে। ২০১৪ সালে জন্ম নেয় একমাত্র কন্যা ইমারা। অবন্তিকার সঙ্গে তার আট বছরের সংসার।

    No comments

    If you have any doubt, please let me know that with your valuable comments.

    পৃষ্ঠা

    সর্বশেষ খবর

    COVID-19 থেকে বাঁচার উপায় !