Friday, February 21.

সুপার-ঘূর্ণিঝড়-আম্পান!

নতুন বুলেট ট্রেন আনল জাপান, গতি ঘণ্টায় ৪০০ কিমি!

100200_bangladesh_pratidin_Bullet_Train

আরও একটি দ্রুতগতির ট্রেন আনল জাপান। নতুন এই ট্রেনটি বিশ্বের সবচেয়ে সবচেয়ে দ্রুততম গতির বুলেট ট্রেন। এরই মধ্যে ট্রেনটির পরীক্ষামূলক চলাচল সম্পন্ন হয়েছে।ঘণ্টায় এই ট্রেনটি ৪০০ কিলোমিটার পর্যন্ত পাড়ি দিতে সক্ষম হবে। দীর্ঘদিন ধরেই বিশ্বের দ্রুততম গতির এই ট্রেনটি তৈরির কাজ করছিল দেশটি। অবশেষে তারা সফল হলো। খবর সিএনএনের।জানা গেছে, শুক্রবার শিনকানসেন বুলেট ট্রেনের আলফা-এক্স প্রযুক্তির এ ট্রেনটির পরীক্ষামূলক চালনা শুরু করে জাপান। আরও তিন বছর ট্রেনটির পরীক্ষামূলক এই চালনা চলবে।

২০৩০ সালের মধ্যে ট্রেনটি পুরোদমে চালু হওয়ার পর তার গতি হতে পারে ঘণ্টায় ৩৬০ কিলোমিটার। আর এর মাধ্যমে ট্রেনটি খুব সহজেই বিশ্বের দ্রুততম গতির ট্রেনে পরিণত হবে। তবে ঘণ্টায় ৪০০ কিলোমিটার বেগে চলতে সক্ষম হলেও বাস্তবে এটি তার পূর্ণ সক্ষমতা কাজে লাগাবে না।এতদিন চীনের ফাক্সিং ট্রেন ছিল বিশ্বের দ্রুততম গতির ট্রেন কিন্তু সেটিও শিনকানসেনের কাছে হার মানবে। কেননা ফাক্সিং এর গতি শিকানসেনের কাঙ্ক্ষিত গতির চেয়ে ঘণ্টায় অন্তত ১০ কিলোমিটার কম। যদিও ফাক্সিং নামের চীনা ট্রেনটিও আলফা-এক্স প্রযুক্তিতে তৈরি।

No comments

If you have any doubt, please let me know that with your valuable comments.

পৃষ্ঠা

সর্বশেষ খবর

COVID-19 থেকে বাঁচার উপায় !

CovidUpdated1