কোয়েটায় মসজিদে বিস্ফোরণে নিহত ২, আহত ১৫
পাকিস্তানের কোয়েটা শহরের এক মসজিদে শুক্রবার বিস্ফোরণে ৩ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ১৫ জনেরও বেশি। গতকাল শুক্রবারের এই ঘটনায় প্রাণহানি বেশি না হলেও, বিস্ফোরণ জোরালোই ছিল। সূত্রের খবর, মসজিদের মধ্যে নামাজপাঠের সময় বিস্ফোরণ হয়। পাকিস্তানি পুলিশের মতে, শহরের রেহমানিয়া মসজিদে বিস্ফোরণ হয়েছে। এখনও পর্যন্ত কেউ বিস্ফোরণের দায় স্বীকার করেনি। বিস্ফোরণের নিন্দা করেন বালোচিস্তানের মুখ্যমন্ত্রী জম কামাল খান আলয়ানি। রমজান শুরু হওয়ার পর থেকে এই ক'দিনের মধ্যে পঞ্চমবার বিস্ফোরণ হল বালোচিস্তানে।
উল্লেখ্য, গত ১১ মে গাওদরের পার্ল কন্টিনেন্টাল হোটেলে সন্ত্রাসবাদী হামলায় নিহত হন ৫ জন। তার এক সপ্তাহের মধ্যে মাকরান কোস্টাল হাইওয়ের উপর ১৪ যাত্রীকে বাস থেকে নামিয়ে গুলি করে হত্যা করা হয়।
No comments
If you have any doubt, please let me know that with your valuable comments.