ছাত্রলীগে পদ পেয়ে ‘ধন্য’ মিস ওয়ার্ল্ডের সেই লাবণী
বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী কমিটিতে স্থান পেয়েছেন মিস ওয়ার্ল্ড বাংলাদেশে অংশ নেয়া আলোচিত হওয়া আফরিন লাবণী।সোমবার (১৩ মে) বিকেলে কমিটির প্রকাশিত পূর্ণাঙ্গ তালিকায় উপ-সাংস্কৃতিক সম্পাদক পদ পেয়েছেন লাবণী।
লাবণী জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে বিবিএ (স্নাতক) সম্পন্ন করে বর্তমানে এমবিএতে অধ্যয়নরত। তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ছিলেন লাবণী। এ বিষয়ে আফরিন লাবণী গণমাধ্যমকে বলেন, এটা আমার কাছে অনেক বড় স্বপ্নপূরণের মতো। কৈশোর থেকেই রাজনীতির প্রতি আমার ভালো লাগা কাজ করে। আর ছাত্রলীগ আমাকে সব সময় অনুপ্রেরণা যুগিয়েছে। এই ঐতিহ্যবাহী সংগঠনে দায়িত্ব পেয়ে আমি ধন্য।
No comments
If you have any doubt, please let me know that with your valuable comments.