স্পট-ফিক্সিং ইস্যুতে আবারও মুখ খুললেন আফ্রিদি, জল্পনা তুঙ্গে

ইংল্যান্ডের বিরুদ্ধে ২০১০ সালে স্পট-ফিক্সিংয়ে জড়িয়েছিলেন সালমান বাট, মোহাম্মদ আমির ও মোহাম্মদ আসিফ। ক্রিকেটপ্রেমীরা মনে করেন, শহীদ আফ্রিদি সেই খবর ফাঁস করেন ইংল্যান্ডের সংবাদপত্রে। এমনকি সালমান, আমিরেরাও না কি সেটাই মনে করতেন। কিন্তু পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক সাফ জানিয়ে দিলেন, তিনি একেবারেই স্পট-ফিক্সিংয়ের কথা সংবাদপত্রের কাছে তুলে ধরেননি। বরং তাঁর বন্ধু তাঁকে না জানিয়েই এই কাজ করেন।
রবিবার এক সংবাদমাধ্যমকে আফ্রিদি বলেন, ‘‘স্পট-ফিক্সিংয়ে জড়িত ক্রিকেটারেরা আজও হয়তো ভাবে যে লালা (আফ্রিদি)-ই তাঁদের কীর্তির কথা ফাঁস করেছে। কিন্তু একেবারেই এই ধারণা মিথ্যা। ইংল্যান্ডে আমার এক ঘনিষ্ট বন্ধু আমাকে না জানিয়েই ব্রিটিশ সংবাদপত্রকে এই তথ্য দেয়। দীর্ঘ তদন্তের পরে সেই খবর ছাপায় সেই সংবাদপত্র।’’
আফ্রিদি জানিয়েছেন, ২০১০ সালে ওয়েস্ট ইন্ডিজে টি-টোয়েন্টি বিশ্বকাপ চলাকালীনই বুকিদের সঙ্গে সালমানদের যোগাযোগের খবর পান আফ্রিদি। সে খবর তাঁকে দেন সতীর্থ আব্দুল রাজ্জাক। আফ্রিদি বলছিলেন, ‘‘রাজ্জাক আমাকে বলেই যেত যে, সালমানকে নিয়ে ওর সন্দেহ হত। কিন্তু সেই সময় ওকে আমি বিশ্বাস করতে পারিনি। রাজ্জাককে বলতাম, ওরা আমাদের ছোট ভাই। কিন্তু একটি মোবাইল খারাপ হওয়ার পরে দোকানে দেওয়া হয়। সেই দোকানের কর্মী আমার বন্ধুকে কয়েকটি মেসেজের কথা বলেছিলেন।’’
Bangladeshi Taka Converter
No comments
If you have any doubt, please let me know that with your valuable comments.